1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

দাতাদের চাপেই ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ৯১ Time View

দুর্নীতি প্রতিরোধে নিজস্ব প্রয়োজন ও দাতাদের চাপে ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’ সংক্রান্ত এক সভা শেষে রোববার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “ইতোমধ্যেই এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়াটির ওপর সকলের মতামত গ্রহণের জন্য খুব শিগগিরই এটি ওয়েবসাইটে দেওয়া হবে। মতামত গ্রহণের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।”

মুহিত বলেন, “শুদ্ধাচারের বিষয়টি নতুন কিছু নয়। সভ্য সমাজে দুর্নীতি রয়েছে। দুর্নীতি প্রতিরোধে আমাদের এখানে পেনাল কোড রয়েছে। এছাড়া দুর্নীতি দমন আইন এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের জবাবদিহি প্রতিষ্ঠায় কৌশলপত্র ভূমিকা রাখবে।”

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, “সম্প্রতি একটি নতুন ধারণা এসেছে, এটা নিয়ে আমরা এখনো কিছু করিনি। সেটা হচ্ছে, যারা জবাবদিহিতা ধারণ (ডিজার্ভ) করেন, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়।”

মন্ত্রী বলেন, “যেমন আমাদের সুশীল সমাজ। আমাদের সুশীল সমাজের প্রতিনিধি কারা? কিছু এনজিও এবং অন্য ধরনের কিছু ব্যক্তি ও প্রাক্তন উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি আছেন। তারা সবসময়েই দায়বদ্ধতার কথা বলেন। কিন্তু তাদের দায়বদ্ধতার ব্যাপারেও নিশ্চিত হওয়া দরকার।”

সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ