1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

হলমার্ক কেলেঙ্কারি ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে সোনালী ব্যাংকের চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ৬২ Time View

রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার অর্থ জালিয়াতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য জানিয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ অবশেষে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে । রোববার বিকেলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত আনুষ্ঠানিকভাবে এ চিঠি দিয়েছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান টেলিফোনে বলেন, “রোববার সাড়ে ৫টার দিকে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ একটি চিঠি দিয়েছে। তবে এখনও পড়তে পারিনি। সোমবার তা আমরা দেখব এবং পরবর্তী করণীয় ঠিক করব।”

এর আগে গভর্নর ড. আতিউর রহমান গত ২৬ আগস্ট এব্যাপারে নির্দেশ দিয়ে চিঠি পাঠান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর। চিঠিতে তিনি তদন্তে বেরিয়ে আসা ৩১ কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ আগস্টের মধ্যে তাকে জানাতে নির্দেশ দিয়েছিলেন।

সূত্র জানায়, সোনালী ব্যাংক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মোতাবেক ৩০ আগস্টের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কেন্দ্রীয় ব্যাংকে তা লিখিতভাবে সেদিন জানাতে পারেনি। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মৌখিকভাবে গভর্নরকে অবহিত করেছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

ওই সূত্র আরও জানিয়েছে, চিঠিতে হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ গৃহীত পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের অসাধু পর্ষদের যোগসাজশে রূপসী বাংলা হোটেল শাখায় জালিয়াতির মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে অখ্যাত কোম্পানি হলমার্ক।

ভয়াবহ এ জালিয়াতির ঘটনায় ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান ও মাইনুল হক, পাঁচ মহাব্যবস্থাপকসহ ৩১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও আদেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ আগস্ট হলমার্ক অর্থ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

বরখাস্তকৃতদের মধ্যে ৬ জন রূপসী বাংলা শাখার, ৩ জন ঢাকা জিএম অফিসের এবং বাকিরা প্রধান কার্যালয়ের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ