1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

তৃণমূলেও জালিয়াতির আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ৬৬ Time View

সোনালী ব্যাংক থেকে হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন পর্ষদ সদস্যরা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৩২তম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সদস্য অধ্যাপক হান্নানা বেগম। বাংলাদেশ ব্যাংক কনফারেন্স হলে এদিন দুপুর দেড়টায় গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত।

পরিচালনা পর্ষদের সদস্যরা আশংকা করছেন, তৃণমূলে এধরনের ঘটনা আরো বেশি ঘটতে পারে। তাই বাংলাদেশ ব্যাংককে আরো বেশি সর্তক থাকতে হবে।

পর্ষদের সদস্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, অধ্যাপক হান্নানা বেগম, এম কে মুজেরি, ড. নাসির উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের সচিব আহমেদ জামালসহ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও এসময় ছিলেন। তবে পর্ষদের অন্য তিন সদস্য এসময় অনুপস্থিত ছিলেন।

এসময় সোনালী ব্যাংক ইস্যুতে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ভুল বোঝাবুঝি উল্লেখ্য করে হান্নানা বেগম বলেন, “এব্যাপারে আমি বিস্তারিত বলতে পারব না।”

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “আজকের বোর্ড সভায় সোনালী ব্যাংক ও হলমার্ক অর্থ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, এর যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। বোর্ড নির্দেশ দিয়েছে, যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তার জন্য কী করা যেতে পারে তা ঠিক করে পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ