1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল ২৮ আগষ্ট মঙ্গলবার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ৮৯ Time View

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ প্রাপ্তির বিষয়টি এখনো অন্ধকারাচ্ছন্

ন থাকায় দেশবাসীর সাথে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের ১৮টি জেলার মানুষের প্রাণের দাবী। এই সেতুর সাথে জাতীয় অর্থনৈতিক উন্নতি-অগ্রগতি-সমৃদ্ধি এবং সুষম যোগাযোগ ব্যবস্থার বিষয়টি জড়িত রয়েছে। এই সেতুপ্রকল্প বাস্তবায়ন করা জাতীয় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে কিছু শর্তারোপ করায়- ইতিপূর্বে আমি তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দেশ ও জাতির স্বার্থে পদত্যাগ করারআহ্বান জানিয়েছিলাম। পদ্মা সেতুর স্বার্থে তিনি বিশ্বব্যাংকের শর্ত মোতাবেক পদত্যাগ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতি তাঁর কথা স্মরণ করবে।

এছাড়াও বিশ্বব্যাংক মাননীয় অর্থ উপদেষ্টা ডঃ মশিউর রহমানের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেছে। এমতাবস্থায়, দেশ ও জাতির স্বার্থে ডঃ মশিউর রহমানেরও পদত্যাগ করা উচিৎ হবে। আমরা জানি ডঃ মশিউর রহমান একজন গুণী মানুষ। দেশেরস্বার্থে তিনিও পদত্যাগ করলে তা অসম্মানের হবে না। আমি অর্থ উপদেষ্টা ডঃ মশিউর রহমানের প্রতি আহ্বান জানাই- আপনি কোনো দ্বিধা-দ্বন্দ্ব না করে পদ্মা সেতুর স্বার্থে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণ আপনার ত্যাগের কথাও স্মরণ করবে।

আমি দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই- আসুন আমরা সম্মিলিতভাবে বিশ্বব্যাংকের কাছে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানাই। আমি বিশ্বাস করি, আমাদের জাতীয় দাবী বিশ্বব্যাংকউপেক্ষা করতে পারবে না। বিশ্বব্যাংকের ঋণ নিয়েই আমরা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করতে চাই।

হুসেইন মুহম্মদ এরশাদ

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ