অবশেষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল মিট রমনিকেই মনোনয়ন দিল। অর্থাৎ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবেন রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়া মিট রমনি।
মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, ২৮ আগস্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যের টম্পায় রিপাবলিকান দলের কনভেনশনে তাকে রিপাবলিকান দলের জন্য মনোয়ন দেওয়া হয়। তিনি আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার প্রতিদ্বন্দ্বীতা করবেন।
দলের কনভেনশনে সমর্থকরা মৌখিক ভোট দিয়ে ম্যানচেস্টারের সাবেক এই প্রশাসককে আগামী নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সমর্থন দেয়। মিট রমনি চলতি বছরের শুরুতে বেশ কয়েকবার রক্ষণশীলদের চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং তা সাফল্যের সাথে কাটিয়ে উঠে মনোনয়ন দৌড়ে এগিয়ে আসেন।