1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

কুমারখালীতে দিনদুপুরে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে জবাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১২
  • ৮০ Time View

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মাপাড়ের শিলাইদহঘাট এলাকায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে জবাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছে।

নিহতরা হচ্ছেন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম (৪৭), তার সঙ্গী আফজাল (৪৫) ও ভূট্টো (৪৫)। এ ঘটনায় গুলিতে আহত ‌আজমতকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বৃত্তরা বিশ্বকবি রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ীর শিলাইদহঘাটে এ হত্যাকাণ্ড ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের একজন খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম। বাকি দু’জন তার সঙ্গী। হত্যার পর দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানের মস্তক খণ্ডিত করে সঙ্গে নিয়ে যায়।

জানা গেছে, চেয়ারম্যান নূরুল ইসলাম ও তার সঙ্গীরা মামলা সূত্রে পাবনার ‌আদালতে হাজিরা দিয়ে ট্রলারে করে দুপুর ২টার দিকে শিলাইদহ ঘাট এলাকায় আসেন।

নৌকার মাঝি আবু হানিফ জানান, এসময় অপর একটি নৌকা থেকে ৬/৭জ জন দুর্বৃত্তের একটি দল তাদের নৌকায় হানা দেয়। তারা চেয়ারম্যান নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‍তার বুক ফেরে দেয়। তিনি ওই অবস্থায় নদীতে ঝাপ দিলে তারা তাকে গুলি করে। এসময় অন্যদেরও গুলি করে। একপর্যায়ে ৩ জনকেই গুলি ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে তারা। দুর্বৃত্তরা নূরুল ইসলামের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে সঙ্গে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে কেবল ভূট্টোর লাশ ট্রলারে পাওয়া গেছে। বাকি দুজনের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। দুর্বৃত্তদের গুলিতে আহত মাছ ব্যবসায়ী আজমতকে কুমারখালী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

এদিকে, জেলা প্রশাসক বনমালী ভৌমিক বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ