1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বনবিভাগের কর্মকর্তাসহ ৬ জনকে ‘অপহরণ‍’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ৭৮ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকায় বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের এক কর্মকর্তা ও অপর চার কর্মচারীসহ মোট ৬জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ করা হয়।

তবে তাদের অপহরণ হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি মাটিরাঙ্গা পুলিশ।

নিঁখোজ ব্যক্তিরা হলেন, বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তা সুনিল কুমার দে, কর্মী ফারুক হোসেন, সোনামণি চাকমা, মাহবুবুল আলম, মোঃ আলম ও স্থানীয় কাঠ ব্যবসায়ী লোকমান হোসেন।

বনবিভাগ মাটিরাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার আবু জাফর এ ব্যাপারে জানান, রোববার বিকেলে মাটিরাঙ্গার দুর্গম বামের গুমতি এলাকায় এক ব্যবসায়ীর গাছে ‌”খাড়া মার্কিং”(প্রাপ্ত বয়স্ক হলে গাছ কাটার জন্য বনবিভাগের অনুমোদন) করতে গিয়ে আর ফিরে আসেননি নিখোঁজ ব্যক্তিরা।

এ ব্যাপারে রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, তারা উক্ত ব্যক্তিদের নিঁখোজ হওয়ার খবর শুনেছেন। তবে এ ব্যাপারে এখনও অপহরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তবে এ ব্যাপারে মাটিরাঙ্গা জোনের বিজিবির কমান্ডার লে: কর্নেল মেফতাহুল করীম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ইতিমধ্যেই তৎপরতা শুরু করা হয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে অপহরণের এ ঘটনার জন্য স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ দায়ী। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে এ ব্যাপারে ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ