গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে পুকুরে ডুবে আজিম মিয়া (১৩) নামে এক বালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সংবাদটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্র জানায়, বেলা ১১টার দিকে বারিষাব গ্রামে ছোট ছোট বালকেরা মাঠে ফুটবল খেলে। খেলা শেষে কয়েকজন বালক জনৈক ইসমাইল মিয়ার পুকুরে গোসল করতে যায়। পুকুরে পানির গভীরতা বেশি থাকায় সকলে সাঁতার কেটে পারে উঠতে পারলেও আজিম সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।
বেলা ২টার দিকে আজিমের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তার পিতার নাম মোঃ বাদল মিয়া।