1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১২
  • ৯৩ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মানুষকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন,  “ঈদ মানে আনন্দ, খুশি। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সম্প্রীতি,  সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব নির্বিশেষে এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করে এবং আনন্দকে ভাগাভাগি করে নেয় সবাই।

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। সিয়াম পালনের মাধ্যমে আত্মার পবিত্রতা, সংযম, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে হবে। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক এ প্রত্যাশা করি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।”

তিনি বলেন, “ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি। পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।”

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ‘পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও মঙ্গল কামনা’ করে শুভেচ্ছা বাণী দিয়েছেন তিনি।

এছাড়া, পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছে- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা ফয়সাল মুজাদ্দেদী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তারা দেশের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের মুখে হাসি ফোটানোর জন্য সব সচ্ছল মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ