1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১২
  • ৮৩ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই ঈদে ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। আবার অনেকেই ঈদের সময় ঢাকায় থাকবেন। যারা ঢাকায় ঈদ করছেন, ইতিমধ্যেই তারা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ঘুরে এসেছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকালে দলের নেতাকর্মী, কূটনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের দিন সকাল ৯টায় গণভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ ঈদ করবেন ঢাকায়।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ঈদে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় যাবেন।

আওয়ামী লীগের অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলায় নিজ নির্বাচনী এলাকায়, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ঢাকায়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঢাকায়, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ঢাকায়, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকায়, যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীতে, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঢাকায়, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকায় এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকায়ই থাকছেন এবারের ঈদে। খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে নিজ বাড়িতে গেলেও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঈদ করবেন ঢাকায়।

ঢাকায় থাকছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তবে আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু কুমিল্লায়, আফম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, আহমেদ হোসেন নেত্রকোনায়, মেজবাহউদ্দিন সিরাজ সিলেটে এবং বিএম মোজাম্মেল হক শরীয়তপুরের নিজ নিজ এলাকায় ঈদ করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ