1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

ভোগ্যপণ্য খাতে আমদানি ব্যয় কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১২
  • ৯১ Time View

গত ২০১১-১২ অর্থবছরে পেট্রোলিয়ামজাত পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের আমদানি মূল্য বেড়েছে। কমেছে ভোগ্যপণ্য খাতে। তবে সার্বিকভাবে আলোচ্য অর্থবছরের এগারো মাসে (জুলাই ’১০-মে ’১১) পূর্ববর্তী অর্থবছরের (২০১০-১১) একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ৭ দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত অর্থবছরে পেট্রোলিয়ামজাত পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের আমদানি মূল্য বেড়েছে যথাক্রমে ৪০ দশমিক ৯৬ শতাংশ, ২২ দশমিক ৯৫ শতাংশ এবং ৯ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে ভোগ্যপণ্যের আমদানি মূল্য কমেছে ৫৩ দশমিক ৫৬ শতাংশ।

গত অর্থবছরে রফতানির পরিমাণ আগের বছরের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১১-১২ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৫০ কোটি ডলার। এর বিপরীতে রফতানি আয় হয়েছে ২ হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার।

গত অর্থবছরে ইউরোপ ও আমেরিকায় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ও মন্দার কারণে পোশাক শিল্প খাতে আশানুরূপ রফতানি না হওয়ায় রফতানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়। পাশাপাশি আলোচ্য অর্থবছরে বিদেশে অবস্থিত দেশের ৪৪টি মিশনের মধ্যে ২৩টি মিশন তাদের রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ