1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

বিশ্বের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১২
  • ৮৭ Time View

বিশ্বের শেয়ারবাজারগুলোতে শনিবার মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে ইউরোপ, অস্ট্রেলিয়া, অফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি থাকলেও কমেছে আমেরিকার কয়েকটি শেয়ারবাজারে সূচক।

শনিবার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচক ঊর্ধ্বমুখী ছিল। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টকস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ১৫ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ১৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৫২ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ৪৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪০ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ১৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৬১ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ১৯৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৪ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ১০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫২৯ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে এশিয়ার বাজারগুলোতে সূচকের ব্যাপক পতন হয়েছে। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ৬৯ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬২ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ৬ পয়েন্ট বেড়ে ৭৬৫ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ১৫৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১১৬ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭০ পয়েন্টে স্থির হয়।

এছাড়া, এসঅ্যান্ডপি এশিয়া ৫০ সিএমই সূচক ১৮ দশমিক ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ২৫০ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জে কেওএস সূচক ১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৬ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ৩১৩ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। শনিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শেয়ারবাজারের মধ্যে মেক্সিকান স্টক এক্সচেঞ্জে মেক্সিকান বোলসা আইপিসি সূচক ১৬৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৪০ হাজার ৫৪৭ পয়েন্টে এবং মেক্সিকান স্টক এক্সচেঞ্জে আইএনএমইএক্স সূচক ৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে ২ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ২৫ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৫ পয়েন্ট, এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৮ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৬ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১০২ পয়েন্টে, সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ২০০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে সূচক ২০ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ