1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঢাকায় ফিরলে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না: ওবায়দুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১২
  • ৮৯ Time View

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদ শেষ করেই কোনোরকম ভোগান্তি বা বিলম্ব ছাড়াই মানুষ যাতে ঢাকায় আসতে পারে সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদের পর কোনো অবস্থাতেই ট্রেনের শিডিউল বিপর্যয় হতে দেওয়া যাবে না। অবশ্যই শিডিউল মেনে ট্রেন চালাতে হবে।

শনিবার সকালে রাজধানীর কমলাপুল রেলস্টেশনে ঝটিকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী প্রায় দেড় ঘণ্টা রেলস্টেশনে ছিলেন। এসময় বরাবরের মতোই তিনি ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ শোনেন। মন্ত্রী যাত্রীদের সান্ত¡না দিয়ে বলেন, “ঈদের ঠিক আগের দিন আজ। এজন্য অতিরিক্ত যাত্রী দেশের বাড়ি যাচ্ছে। আপনাদের একটু কষ্ট সহ্য হবে।”

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) শিডিউল বিপর্যয়ের কারণে মন্ত্রী পশ্চিমাঞ্চরের মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলমকে টেলিফোনে বলেন, “ভেঙে পড়া ট্রেনের শিডিউল ঠিক করতে না পারলে আপনাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমার কাছে তো আলাদিনের চেরাগ নেই, রাতারাতি সব বদলে দেব।”

ঈদের আগে আগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে বিপুলসংখ্যক মানুষ। এ কারণে রেলস্টেশন, বাস টার্মিনাল, নৌঘাটে লাখ লাখ মানুষের ভিড়। এর মধ্যে বেশি ভাড়া, সড়কের বেহাল দশা, ট্রেনে মাত্রাতিরিক্ত যাত্রী, বিলম্বে যাত্রা শুরু ইত্যাদি কারণে বাড়িপথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ