1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফকিরাপুলে জাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২
  • ৬৭ Time View

রাজধানীর ফকিরাপুল এলাকার মালেক মার্কেটে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জন মারা গেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের আগে ফকিরাপুলের ১০৫ নম্বর মালেক মার্কেট নামের ভবনে এ ঘটনা ঘটে।

নিহতদের দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সাজিয়া আক্তার সাজু ওরফে ময়না বেগম (৩০) স্বামী বাচ্চু মিয়া (গ্রামের বাড়ি রাইপুর নোয়াখালী। তিনি থাকতেন ফকিরাপুল মালেক সাহেবের গলিতে), জরিনা বেগম (৩৬) স্বামী মৃত ফজর আলী( গ্রাম চরমইষা, আদিতমারী লালমনিরহাট, থাকতেন আরামবাগ পুলিশ বক্সের কাছে)। অপর নিহত নারীর (৬৫) পরনে হাল্কা সবুজ রঙের শাড়ি রয়েছে। এছাড়া তার সম্পর্কে আর কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে মার্কেট বন্ধ ছিল। মার্কেটের পেছনেই মালিকপক্ষের ‍বাড়ি। তবে প্রতিবার এই মার্কেটেই এভাবে জাকাতের কাপড় বিতরণ করে থাকেন তারা। এবারও সেভাবে জাকাতের কাপড় দেওয়ার আয়োজন করা হয়। বিষয়টি আগে থেকেই দরিদ্রদের জানা থাকায় জাকাতের কাপড়ের আশায় কয়েক হাজার মানুষ সেখানে জমা হন।

মৃত জরিনার বোন হাবলা বেগম বলেন, “আমরা লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় ওই বাড়ির ৪জন দারোয়ান অতর্কিতে বেধড়ক লাঠিপেটা শুরু করে। আমরা পিটুনি থেকে বাঁচতে ছুটোছুটি শুরু করি। এসময় পদদলিত হয়ে আমার বোনসহ ৩ জন মারা যায়।“

হাবলা বেগম আরও বলেন, “তাদের লাঠির আঘাতে ‍মাথা, কারও হাতসহ শরীরের নানান স্থানে জখম হয়।“
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বলেন, বিকেলের দিকে মালেক মর্কেটে দেড় থেকে ২ হাজার লোক জাকাতের কাপড় নিতে আসে। জাকাত দেওয়ার একপর্যায়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩ নারী মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে গেছে। ৮/৯জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের নাম রেনু বেগম (২৩)। বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ