1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শিগগির তিস্তার পানি বণ্টন চুক্তি সই: এরশাদকে মনমোহন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২
  • ১৫৬ Time View
নয়াদিল্লি সফররত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাকে শিগগির বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের আশ্বাস দিয়েছেন। মঙ্গলব

ার ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর এরশাদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
ভারত সরকারের আমন্ত্রণে ছয়দিনের সফরে নয়াদিল্লি গিয়ে এরশাদ প্রথমেই এ বৈঠকে মিলিত হলেন। এ সময় মনমোহন সিং বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের সরকার ও জনগণ অগ্রাধিকার দিয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে ড. মনমোহন সিংয়ের সঙ্গে এরশাদের সাক্ষাতের ছবি দেওয়া হয়েছে। মনমোহন সিং এরশাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশটির সরকারি মুখপাত্রের বক্তব্য দেওয়া হয়েছে। এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গণতান্ত্রিক ও বহুদলীয় রাজনীতির বাংলাদেশের সঙ্গে চলমান সম্পৃক্ততার অংশ হিসেবেই সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এইচএম এরশাদের এ সফর। এরশাদ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মনমোহন সিং তাকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের সরকার ও জনগণ অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারত নিবিড়তম সম্পর্ক গড়ে তুলেছে। ভারত এ-ও মনে করে, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী। ভারতের সরকারি মুখপাত্র আরও জানান, জেনারেল এরশাদ বুধবার আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করবেন। আজমীরে তিনি এক রাত থাকবেন। এরশাদ আগামী ১৭ আগস্ট ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরশাদ ২০১০ সালে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষ্ঠানে যোগ দিতে সর্বশেষ ভারত সফর করেন। তিনি ওই কলেজের একজন অ্যালামনাই। এবারের সফরেও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে যাবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকায় এরশাদের মুখপাত্র সুনীল শুভ রায় সংবাদ মাধ্যমকে জানান, এরশাদ তাকে টেলিফোনে জানিয়েছেন মঙ্গলবার সকাল ১১টায় মনমোহন সিংয়ের সঙ্গে তার ৩৫ মিনিট স্থায়ী বৈঠক হয়েছে। তিনি বলেন, সীমান্ত চুক্তি, ভারতীয় ভূখণ্ডে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ ও এ ব্যাপারে যৌথ জরিপ চালানো, ভারতের নদী সংযোগ প্রকল্প এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।
এরশাদ বলেন, “বৈঠকে আমি কয়েকটি অমীমাংসিত ইস্যু বিশেষ করে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরসহ আমাদের দেশের জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেছি। আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং বাংলাদেশের জনগণের মনোভাবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন।”
এরশাদ জানান সীমান্ত ইস্যু প্রসঙ্গে মনমোহন তাকে বলেছেন, “এ ব্যাপারে ভারতের সংবিধান সংশোধন প্রয়োজন। তবে এ চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের নেই। ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।“ গত সোমবার ছয় দিনের সফরে এরশাদ নয়াদিল্লি পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ