1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
  • ৯৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

তিনি বলেছেন, “সাজাপ্রাপ্ত ৬ জন খুনি বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে।”

বুধবার দুপুরে মিরপুরের শেওড়াপাড়ায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোশতাক-জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করায় ২১টি বছর আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পারিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বিচার শুরু করে। খুনিদের সাজা হলেও পরবর্তী সরকার রায় কার্যকর নিয়ে টালবাহনা করেছে। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পরে ৫ খুনির ফাঁসি দেওয়া হয়েছে।

১৫ আগস্টের হত্যাকাণ্ডকে ন্যাক্কারজনক উল্লেখ করে সাহারা খাতুন বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা ষড়যন্ত্র থেকে সরে যায়নি। তারা শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে।”

ছাত্র-ছাত্রীদের সঠিক ইতিহাস জানতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকের জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আল বদর, আল শামস বাহিনী গঠন করে পাকবাহিনীর হাতে মুক্তিযোদ্ধা এবং মা-বোনদের তুলে দিয়েছিল। আজ যখন তাদের বিচারের কাজ শুরু হয়েছে তখন বিএনপি-জামায়াত বিভিন্ন ছল-ছুতোয় আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করছে।”

গণতান্ত্রিক দেশে এ ধরণের ধ্বংসাত্মক কাজ যাতে তারা না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাহারা খাতুন বলেন, “আগের মতো গ্রেনেড-বোমা হামলা নেই। আর কোনোভাবে যাতে আর জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মনিপুর স্কুলের গভর্নিং বডির সভাপতি সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ স্কুলের শিক্ষকরাও এ সময় বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা ‘বাংলার মাটি বাংলার জল’ চলচ্চিত্রটি দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ