1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

ব্যাংকগুলোর অনিয়মে ক্ষুব্ধ গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ৭৭ Time View

ব্যাংকগুলোর অনিয়ম ও দুর্নীতির প্রমাণে চরম অসন্তোষ এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গত সোমবার ও মঙ্গলবার দু’দিনে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন। এতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা, নির্বাহী পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ সময় গভর্নর ড. আতিউর রহমান ব্যাংকগুলোর অনিয়ম বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনকালে ধরা পড়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। কেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিরীক্ষাতে বিষয়টি উঠে আসছে না তাও দেখার কথা বলেন তিনি। পরে কেউ যদি তথ্য গোপন করতে কাজ করেন, তারা কারা তাদের খুঁজে বের করতে কেন্দ্রীয় ব্যাংক যেন আরো কঠোর অবস্থান নেয়, সে ব্যাপারেও বলেছেন গভর্নর।

প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তা নেওয়ার কথাও বলেন গভর্নর। সূত্র জানায়, গভর্নর এ সময় বলেন, যারা রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো লুটপাট করছে তাদের চিহ্নিত করা হবে। তাদের চিহ্নিত করে আইনের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, সম্প্রতি রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা, কৃষি ব্যাংকসহ বেসরকারি বেশ কিছু ব্যাংকে অনিয়মের বেশ বড় তথ্য বেরিয়ে এসেছে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর যেখানে অনুসন্ধান করা হচ্ছে ব্যাপক অনিয়ম ধরা পরছে। এভাবে চলতে দেওয়া যায় না। তবে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকসহ বেশ কিছু বেসরকারি ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির ব্যাপক খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ