1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

আফগানিস্তানে আত্নঘাতী হামলায় নিহত ৩৬

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ৮৭ Time View

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশে আত্নঘাতী হামলায় অন্তত ৩৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

সম্প্রতি আফগানিস্তানের অন্যান্য অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেলেও এতদিন অপেক্ষাকৃত শান্তই ছিলো নিমরোজ প্রদেশ।

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী জারাঞ্জে এ হামলা সংঘটিত হয়। পুলিশ জানায়, ১১ সদস্যের সমন্বয়ে গঠিত একটি আত্নঘাতী হামলাকারী দলের তিন জন শহরের ভিন্ন ভিন্ন তিনটি স্থানে বিস্ফোরণ ঘটায়।

দলের বাকি সদস্যরাও শহরজুড়ে অনুরুপ হামলা চালানোর পরিকল্পনা করেছিলো বলে সংবাদমাধ্যমকে  জানান প্রদেশের সহকারী পুলিশ প্রধান মুজিবুল্লাহ লতিফ।

কিন্তু সোমবার রাতেই নিরাপত্তা বাহিনীর হাতে দুজন নিহত হয়। মঙ্গলবার সকালে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ৬ জনের মধ্যে ৩ জন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।  পরবর্তীতে অপর তিন জনকে গুলি করে হত্যা করা হয় বলে জানান তিনি।

প্রাদেশিক গভর্নর আব্দুল করিম ব্রাহায়ি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, “হামলায় ২১ জন বেসামরিক নাগরিক ও ১৫ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।  এছাড়া ৬৬ জন আহত হওয়ার খবর আমাদের কাছে আছে।”
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও এ ধরণের হামলার পেছনে তালেবান বিদ্রোহীদের দায়ী করা হয়ে থাকে।

উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ১ লাখ ৩০ হাজার সেনা বর্তমানে তালেবানদের দমনে লড়াই চালিয়ে আসছে, যদিও ২০১৪ সালের মধ্যে তাদের আফগানিস্তান ত্যাগের কথা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ