ঈদে ট্রেনের শিডিউল ঠিক রাখতে পারবো না: রেলমন্ত্রী

ঈদে ট্রেনের শিডিউল ঠিক রাখতে পারবো না: রেলমন্ত্রী

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এবারও বাড়বে। বিশেষ করে ট্রেনের শিডিউল যে আর সব ঈদের মতো এবারও ঠিক রাখা সম্ভব হবে না খোদ রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের তা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন।

রোববার দুপুরে কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের তিনি বলেন, “ঈদ উপলক্ষে ট্রেনের শিডিউল রাখতে পারবো না। ঈদে সময়সূচি মেনে ট্রেন চালানো সম্ভব নয়।“

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “রেল সেক্টরে তুলনামুলক উন্নতি হলেও সংকট কাটেনি। বগি ও ইঞ্জিনে সংকট থাকায় ট্রেনের শিডিউল ঠিক রাখা সম্ভব নয়। তাছাড়া সঠিক সময়ে যাওয়ার চেয়ে নিশ্চিন্তে যাতে মানুষ গন্তব্যে যেতে পারে সে বিষয়টিকেই আমি গুরুত্ত্ব দিচ্ছি।“

তবে “আজ (রোববার) কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।“ বলেও দাবি করেন মন্ত্রী।

যদিও কমলাপুর স্টেশন সূত্রে জানা যায়, রোববারও নির্ধারিত সময়ে ট্রেন আসেনি কমলাপুরে। চট্টলা ট্রেন ছেড়েছে সাড়ে ৩ ঘণ্টা পর। এছাড়া ঢাকা মেইল ৩ ঘণ্টা, যমুনা ৩ ঘণ্টা ও অগ্নীবীনা ২ ঘণ্টা পর কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

ট্রেনে লোকবলের সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “লোকবলের সংকট আমাকে মন্ত্রী বানিয়েছে।“

এদিকে ট্রেনে দূর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, “একটি সংঘবদ্ধ চক্র ট্রেনে লাশ ফেলছে। বিষয়টা রহস্যজনক। এ নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া আছে, কেউ বলছে ট্রেনে হত্যাকাণ্ড ঘটছে। আবার কেউ বলছে বাইরে হত্যা করে রেল লাইনের পাশে রাখা হচ্ছে।“

বাংলাদেশ