ইরানে ভূমিকম্প: উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

ইরানে ভূমিকম্প: উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে শনিবার পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে সরকারি হিসাবে ২২৭ জনের মৃত্যুর পর রোববার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তুপের নিচে আটকেপড়া সবাইকে উদ্ধার করা গেছে। মৃতের সংখ্যা আর বাড়বে না বলে তারা আশা করছেন।

দুর্যোগ ব্যবস্থপনা পরিচালনার কাজে নিয়োজিত এক কর্মকর্তা হোসেইন গাদামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে আর কোন মানুষ আটকা পড়ে নেই। এছাড়া প্রয়োজনীয় সব ধরনের সাহায্য বিতরণ করা হয়েছে বলেও তিনি বলেন।

এছাড়া, মৃতের সংখ্যা আর বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, যারা গুরুতর আহত হয়েছিল তাদের অবস্থা অনেক উন্নতির দিকে।

উল্লেখ্য, শনিবার বিকেলে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে ১১ মিনিটে পরপর দু’টি ভূমিকম্প আঘাত হানে। এতে আড়াইশ জন মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি।

অবশ্য পরে প্রাণহানির সংখ্যা সরকারিভাবে ২শ ২৭ এবং আহত ১৩শ ৮০ বলে জানানো হয়েছে।

 

আন্তর্জাতিক