হরমুজে জাপানি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ারের সংঘর্ষ

হরমুজে জাপানি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ারের সংঘর্ষ

পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারের (গাইডেড মিসাইলবাহী) সঙ্গে জাপানের মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রোববার সকালের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস পোর্টারের সঙ্গে পানামার পতাকাবাহী ট্যাঙ্কার এমভি অটোয়াসানের ধাক্কা লাগে।

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী এক বিবৃতিতে এ ঘটনার কথা জানালেও এর বিস্তারিত কিছু জানায়নি। তবে এটা দু’পক্ষের মধ্যে যুদ্ধের কোনো ঘটনা নয় আর বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে তারা আরো জানিয়েছে, ধাক্কার কারণে ইউএসএস পোর্টারের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজটি সমুদ্রে চলাচলের মতো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তারা।

কিন্তু তারা জানায়নি, তেলবাহী অটোয়াসানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না।

নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ইউএসএস পোর্টার পারস্য উপসাগরে নিয়মিত নিরাপত্তা টহলে নিয়োজিত আছে। এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অংশ।

আন্তর্জাতিক