1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সালমানের পোষা বাঁদর হয়ে পিঠে চড়ে বেড়াতে পারব না : জেরিন খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩৪ Time View

দেখতে দেখতে বলিপাড়ায় ১২ বছর কাটিয়ে ফেললেন জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির সুবাদে বি-টাউনে পা রেখেছিলেন তিনি। তবে বলিউডে এক দশক কাটিয়ে দেওয়ার পরেই প্রথম সারির নায়িকার তালিকায় নিজের নাম তোলাতে সফল হননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি জানালেন তাকে ছাড়াও এই ইন্ডাস্ট্রির দিব্যি চলে যাবে। অনায়াসে তার জায়গা অন্য কেউ দখল করে নিতে পারেন। বলি সুন্দরীর কথায়, ‘প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী না হলে ইন্ডাস্ট্রি আপনাকে পাত্তা দেবে না।’

সালমানের প্রসঙ্গ উঠতেই পরিষ্কার কাটা, কাটা ভাষায় জেরিন জানান যে ‘ভাইজান’ এর কাছে কৃতজ্ঞ তিনি। সালমান তার হাত না ধরলে তার পক্ষে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যে বেশ মুশকিল ছিল সেকথা অকপটে স্বীকার করেন তিনি। তবে হ্যাঁ, তার কেরিয়ারের সবটুকু সালমানের দান বলে যাদের মনে হয় তাদের উদ্দেশে এই বলি-অভিনেত্রীর বার্তা, ‘এ কথা একেবারেই ঠিক নয়। পুরোপুরি গুজব। হ্যাঁ, সালমান দুর্দান্ত একজন মানুষ। অত্যন্ত পরোপকারীও। কিন্তু মনে রাখতে হবে একইসঙ্গে তিনি প্রচন্ড ব্যস্তও থাকেন।’

সামান্য থেমে জোর গলায় ‘হেট স্টোরি’র নায়িকা বলে ওঠেন, ‘আমি সলমনের পোষা বাদর হয়ে থাকতে নারাজ। সবসময় ওর কাঁধে চড়ে ঘুরে বেড়াব, ওকে জ্বালাব, এই বিষয়টাতেই বড্ড আপত্তি রয়েছে আমার।’ কথা শেষে বলি-অভিনেত্রীর সংযোজন, ‘ আমি জানি, সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার কেরিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ