1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

সিরিয়া প্রসঙ্গে আলোচনা করতে তুরস্কে হিলারি ক্লিনটন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১২
  • ৬৮ Time View

সিরিয়া সঙ্কট প্রসঙ্গে করণীয় ঠিক করতে তুর্কি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার সকালে তিনি তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল নগরীতে পৌঁছেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

তুরস্ক সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়া সঙ্কট সমাধানে দীর্ঘ এবং বিস্তারিত বৈঠকে অংশ নেবেন বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

তবে সঙ্কট অবসানে হিলারি মূলত তুর্কি নেতাদের সঙ্গে তিন ধাপ বিশিষ্ট একটি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানান, পরিকল্পনার প্রথম ধাপে তারা মূলত  সরকার বিরোধীদের আরও ভালোভাবে সহযোগিতা করার উপায় নিয়ে ভাবছেন। পাশাপাশি সিরিয়ার শাসক চক্রকে আন্তর্জাতিক ভাবে একঘরে করতে অতিরিক্ত চাপ প্রয়োগও তাদের পরিকল্পনার অংশ বলে জানান তিনি।

এছাড়া চূড়ান্তভাবে বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ায় একটি গণতান্ত্রিক উত্তরণের পথ খুঁজে বের করাও তাদের পরিকল্পনার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

এদিকে গত শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি সিটরোলের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞা অবজ্ঞা করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগে ওয়াশিংটন তাদের ওপর অবরোধ আরোপ করে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তরফে।

এছাড়া ইস্তাম্বুল সফরের সময়ই হিলারি ক্লিনটন সিরীয় শরণার্থীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের তরফে ৫৫ লাখ ডলার সাহায্য প্রদানের কথা ঘোষণা করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে একটি মার্কিন কূটনৈতিক সূত্র।

প্রায় ১৭ মাস ধরে চলা সহিংসতায় সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ২১ হাজার লোক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিয়েছেন আরো লাখ লাখ লোক।

প্রতিবেশী রাষ্ট্র তুরস্কে বর্তমানে ৫০ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। সহিংসতা থেকে পালিয়ে আসা এসব শরণার্থী সিরীয় সীমান্ত সংলগ্ন তুর্কি এলাকায় অবস্থিত বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ