1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

নিরপেক্ষ সরকারের কথা বলে লাভ নেই: হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১২
  • ৮৪ Time View

নিরপেক্ষ সরকারের কথা বলে লাভ নেই বলে বিএনপিকে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি তার ও তার দলের এ অবস্থানের কথা জানান।

বস্তুত শনিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বারিস্টার মওদুদ আহমদ তার দলের পক্ষ থেকে নির্দলীয় সরকারের রূপরেখা তৈরির কথা জানালে তার জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, “ব্যারিস্টার মওদুদ নাকি নির্দলীয় তত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন। তাকে বলবো এ ব্যাপারে আপনার নেত্রীকে আগে জিজ্ঞেস করুন।”

এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে হানিফ বলেন, “তিনি বলেছিলেন- দেশে পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ ব্যক্তি নেই। তাহলে নিরপেক্ষ সরকার কিভাবে হবে। দেশের মানুষ পাগল বা শিশুকে দেশ চালাতে দেবে না।”

“তাই নিরপেক্ষ সরকারের কথা বলে লাভ নেই” জানিয়ে হানিফ বলেন, “শক্তিশালী নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।”

নির্বাচন পদ্ধতি নিয়ে হানিফ বলেন, “উচ্চ আদালতের রায়ের আলোকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি। আমরা নিরপেক্ষ নির্বাচন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। শেখ হাসিনা গণতন্ত্র মানেন বলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন।”

“মির্জা ফখরুলের দু’টি বক্তব্য আপত্তিকর” মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তারা বলেছে- এ সরকারের সবাই দুর্নীতিবাজ, আর নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারাবে। আমি বলবো, গাজীপুরের কাপাসিযায় উপনির্বাচনে অংশ নিন। জনপ্রিয়তার পরীক্ষা হবে হয়ে যাবে।”

তিনি বলেন, “বিএনপি-জাময়াত ৫ বছরে দেশে লুটপাট চালিয়েছে। আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে। দেশে তারা জঙ্গিবাদের আস্তানা তৈরি করেছিলো। দুর্নীতি করতে হাওয়া ভবন, তারেক-কোকোরা সক্রিয় ছিলো। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে কাজ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তানি এজেন্ট খালেদা জিয়া।

বর্তমান সরকারের উন্নয়নের ফিরিশতি দিয়ে হানিফ বলেন, “আগে ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা বিদুৎ থাকতো না। কিন্তু গত ১ মাসে একঘণ্টাও বিদুৎ যায়নি।”

এ সময় সবাইকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার আহ্বান জানান হানিফ।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ উল আলম লেলিন।

আরও বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ