1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সাফারি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১২
  • ৭৫ Time View

অ্যাপলের ইন্টারনেট ব্রাউজার সাফারি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ২ কোটি ২৫ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ব্যবহাকারীদের গোপনীয়তা লঙ্ঘনের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া এবং এর পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও মার্কিন ট্রেড কমিশন তাদের বিরুদ্ধে এ জরিমানা করে।

এ ব্যাপারে এফটিসি বলেছে, ২০১১ সালের অক্টোবরে গুগল কমিশনের কাছে অঙ্গীকার করে যে, তারা সাফারি ব্যবহারকারীদের কুকিতে আড়িপাতবে না বা বিশেষ বিজ্ঞাপন পাঠাবে না। কিন্তু তারা কথা রাখেনি। এরপরও এমন কাজ চালিয়ে গেছে গুগল।

২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত গুগল তাদের ডাবলক্লিক বিজ্ঞাপন নেটওয়ার্কে যেসব সাফারি ব্যবহারকারী ভিজিট করেছে তাদের কুকি পর্যবেক্ষণের জন্য বিশেষ বিজ্ঞাপন পাঠিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানায় এফটিসি।

এফটিসি চেয়ারম্যান জন লিবোয়িৎস বলেন, “ছোট বড় যাইহোক সব কোম্পানিকে এফটিসির সিদ্ধান্ত মেনে চলতে হবে। ব্যবহাকারীদের গোপনীয়তা রক্ষার ব্যাপারে করা প্রতিশ্রুতি রাখতে হবে তা না হলে তাদের প্রথম অপরাধে যে পরিমাণ মাশুল দিতে হচ্ছে পরবর্তীতে এর বহুগুণ বেশি দিতে হতে পারে।”

তবে অনেকে মনে করছেন, গুগলের জন্য এ জরিমানার অর্থ অনেক কম হয়েছে। এ পরিমাণ অর্থ কোম্পানিটির জন্য কোনো ব্যাপারই নয়।

এছাড়া, তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। উপরুন্তু এটা প্রথম নয় এর আগেও তারা এ ধরনের আইন লঙ্ঘনের কাজ করেছে। এফটিসি এ নিয়ে দ্বিতীয়বার তাদের শাস্তি দিল। আর কতোবার শাস্তি দিলে গুগলের শিক্ষা হবে- এ প্রশ্ন ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তাদের।

অভিযোগের ব্যাপারে গুগলের একজন মুখপাত্র বলেন, “এফটিসি গুগলের একটি হেল্প সেন্টার ওয়েবপেজের ব্যাপারে আপত্তি করেছে। এটি দুই বছরেরও আগে চালু করা হয়।” গুগল সাফারি ব্যবহাকারীদের কুকিতে তাদের তৎপরতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ