1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

প্রবাসীদের শেয়ার কেনা বেড়েছে, কমেছে বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ৬৯ Time View

ধসের আগে প্রবাসীরা পুঁজিবাজার থেকে শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রয় করেছে বেশি। তবে ধসের পর প্রবাসীদের মোট লেনদেন কমলেও বেড়েছে শেয়ার ক্রয়। কমেছে বিক্রি। ২০১১ সালের শুরু থেকেই এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

গত দেড় বছরে পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০১০ সালের তুলনায় ২০১১তে পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ কমে যায় ৪৭৯ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকা।

আর এ সময়ে প্রতি মাসের গড় লেনদেন কমে যায় ৩৯ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা।

দীর্ঘদিন পুঁজিবাজার পরিস্থিতির কোন উন্নতি না থাকার কারণে চলতি বছরের প্রথম ছয় মাসের লেনদেনেও ২০১১ সালের মত একই চিত্র লক্ষ্য করা গেছে।

প্রবাসীরা ২০১১ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২ হাজার ৩৫৫ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেন। চলতি বছরের প্রথম ছয়মাসে এ পর্যন্ত লেনদেন হয়েছে এক হাজার ১৭১ কোটি ৬৯ লাখ ৩ হাজার কোটি টাকার।

আর ২০১০ সালে প্রবাসীরা পুঁজিবাজারে মোট ২ হাজার ৮৩৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেন।

চলতি বছরের প্রথম ছয় মাসে প্রবাসীদের গড় লেনদেন ১৯৫ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকা। আগের বছর ছিল ১৯৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা। ২০১০ সালে প্রতিমাসে গড়ে পুঁজিবাজারে ২৩৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার লেনদেন করেন প্রবাসীরা।

তবে গত ছয় মাসে প্রবাসী বিনিয়োগকারীরা ৩২৩ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন। ২০১১ সালে প্রবাসী বিনিয়োগকারীরা মোট এক হাজার ১৩৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার বিক্রি করেন।

২০১০ সালে প্রবাসী বিনিয়োগকারীরা মোট এক হাজার ৭৫৫ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার বিক্রয় করেন।

গড় শেয়ার বিক্রয় হিসেবে- ২০১০ সালে প্রতিমাসে গড়ে ১৪৬ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেন, ২০১১ তে তা ৫১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা কমে ৯৪ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকায় নেমে আসে।

আর সর্বশেষ চলতি বছরে তা আরো ৪০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকা কমে ৫৩ কোটি ৯৫ লাখ টাকায় নেমে এসেছে। তাদের ক্রয় কমাকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবেই দেখছেন।

অন্যদিকে প্রবাসীদের শেয়ার ক্রয়ে উল্লেখযোগ্য উন্নতি না হলেও, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০১০ সালে প্রতি মাসে গড়ে ৮৯ কোটি ৯২ লাখ ৯৯ হাজার কোটি টাকার শেয়ার ক্রয় করেন প্রবাসীরা। গত বছরে তা ১১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা বেড়ে ১০১ কোটি ৪০ লাখ ২৮ হাজার কোটি টাকা লেনদেন হয়।

আর চলতি বছরের প্রথম ছয় মাসে এ অবস্থা আরো একটু উন্নতি হয়েছে। এ সময়ে প্রতিমাসে গড়ে প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছেন ১১২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকার। যা আগের বছরের প্রতি মাসের গড়ের তুলনায় ১১ কোটি ৫ লাখ ৮৭ হাজার টাকা বেশি।

তবে প্রবাসী বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে আরো বেশি সম্পৃক্ত করতে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য পুঁজিবাজার বিশ্লেষকেরা।

সাউথ ইস্ট ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের এভিপি আলমগীর হোসেন বলেন, পুঁজিবাজার কিছুটা অস্থিতিশীল হওয়া সত্যেও এ বাজারে বিনিয়োগ করেও প্রবাসীরা বিদেশি যে কোন ব্যাংকের তুলনায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ