1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের তথ্য সুরক্ষিত ও নিরাপদ রয়েছে: সিডিবিএল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ৬৮ Time View

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কারিগরি সমস্যা নিয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমএইচ সামাদ।

একই সঙ্গে সিডিবিএলের ডাটাবেজ পুরোটাই সুরক্ষিত ও নিরাপদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিডিবিএল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এ সময় সামাদ বলেন, “গত সোমবারের সিডিবিএলের সফটঅয়্যারে সমস্যা দেখা দেয়। ফলে ওইদিনের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনকৃত শেয়ার ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমাদান সম্ভব হয়নি। এতে একটি ট্রেডিং সাইকেল মিস হয়, যে কারণে পর দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।”

তিনি আরো বলেন, “সিডিবিএলের পক্ষ থেকে এ সমস্যাটি চিহ্নিত করা হয়। সমস্যাটি খুবই ছোট ছিল। তবে এটি চিহ্নত করতে একটু বেশি সময় লেগে গেছে।”

এমএইচ সামাদ বলেন, “এ সমস্যা নিয়ে কথা শোনা যাচ্ছে, এ নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। কোনো বিনিয়োগকারী তার নিজস্ব বিও হিসাবের তথ্য জানতে চাইলে কোনো ফি ছাড়াই তা সিডিবিএল থেকে সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। যাতে অন্য কেউ একজন বিনিয়োগকারীর তথ্য নিতে না পারে। এছাড়া সিডিবিএলের ওয়েবসাইট ঠিকানায় ও মোবাইল ফোনের মাধ্যমে পোর্টফলিও সংক্রান্ত তথ্য জানা যাবে।”

সিবিবিএলে তথ্যের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “সিডিবিএলে তিন স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে একটি প্রধান সার্ভার রয়েছে। কোনো কারণে এটির সমস্যা দেখা দিলে সয়ংক্রিয়ভাবে দ্বিতীয়টি কার্যকর হয়ে যায়। আর তৃতীয় তোপখানাস্থ দুর্যোগ মোকাবেলা কেন্দ্রে রয়েছে। তাই তথ্য হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

প্রসঙ্গত, সিডিবিএলের সমস্যার কারণে সোমবার লেনদেনকৃত শেয়ার ক্লিয়ারিং করার জন্য ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) থেকে সিডিবিএল সার্ভারে লগইন করা সম্ভব হয়নি। এ সমস্যার সমাধান হয় মঙ্গলবার বেলা সাড়ে তিনটায়। ফলে মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন সিডিবিএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সৈয়দ জাবেদ আহমেদ, আইটি অ্যানালিস্ট কেএম সাবেরুল ইসলাম ও এইচআর অ্যান্ড স্পেশাল প্রোজেক্ট বিভাগের প্রধান সালাউদ্দিন হায়দার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ