1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় সিরীয় দূতাবাস বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ৭৪ Time View

সিরিয়া সরকার অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে সোমবার এ খবর জানানো হয়েছে।

সিরিয়ায় চলমান গণহত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়া সরকার সিরিয়ার দু’জন উচ্চপদস্থ কূটনীতিককে বহিষ্কার করার দু’মাসের মাথায় এ সিদ্ধান্ত এল।

সিডনিতে সিরিয়ার কনসাল মায়ার দাবাঘ দূতাবাস বন্ধের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি এ সিদ্ধান্তের কারণ বা দূতাবাসের অন্য কর্মকর্তাদের ব্যাপারে কিছু জানাতে রাজি হননি।

এদিকে, দূতাবাসের অনেক কর্মকর্তা সিরীয় সরকারের পক্ষ ত্যাগ করে অস্ট্রেলিয়াতে আশ্রয় চাচ্ছেন বলে খবরে জানা যাচ্ছে।

গত মে মাসে সিরিয়ার হাওলা শহরে হত্যাযজ্ঞের প্রতিবাদে সিডনিতে সিরিয়ার শার্জ দ্য অ্যাফেয়ার্স জাওদাত আলীকে বহিষ্কার করে অস্ট্রেলিয়া। ওই হত্যাকাণ্ডে শতাধিক বেসামরিক নিহত হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কারের একজন মুখপাত্র জানিয়েছেন, সিরীয় কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তেই দূতাবাস বন্ধ করে দিয়েছে।

তিনি জানান, কিছু কর্মকর্তা অস্ট্রেলিয়ায় থেকে যেতে চাচ্ছেন। অবশ্য এটা অভিবাসন সম্পর্কিত বিষয় বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গত বছরের মার্চে শুরু হওয়া বিক্ষোভ ও সহিংসতার নিন্দা জানিয়ে আসছে অস্ট্রেলিয়া। এসব সহিংসতার জন্য বাশার সরকারকেই দায়ী করছে তারা।

নিয়ন্ত্রণ দখল নিয়ে আলেপ্পো শহরে চলমান সংঘাতে বিদ্রোহীদের বিরুদ্ধে দমনমূলক অভিযান পরিচালনার তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া।

সোমবার জাতিসংঘ জানিয়েছে, আলেপ্পো শহরে গত দু’দিনের সংঘাতে দুই লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাবে, সিরিয়াতে মার্চ থেকে এ যাবত প্রাণহানির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ