1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

লসএঞ্জেলেসে ফারুক খান পর্যটন খাতে অচিরেই প্রণোদনা প্যাকেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ৬৭ Time View

গত অর্থ বছরে ৫ লক্ষাধিক ট্যুরিস্ট বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং এ বাবদ আয় হয়েছে ৫৯৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা। লসএঞ্জেলেসে ২৮ জুলাই এ তথ্য জানান বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান।

এ মত বিনিময় সভায় মিডিয়ার সাথে কথা প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের মত পর্যটন খাতকে আরো বিকশিত করতে প্রাইভেট ট্যুর অপারেটরদের উৎসাহিত করার জন্য অচিরেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে। ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ এ  মতবিনিময় সভার আয়োজন করে ।

ট্যুর বাসসহ পর্যটনখাতে ব্যবহৃত সামগ্রীর ওপর আমদানি কর কমানো হচ্ছে। ১২টি দেশে পর্যটন মেলায় বাংলাদেশের প্রাইভেট ট্যুর অপারেটররা অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যেই জার্মানি, স্পেন ও জাপান থেকে ট্যুর অপারেটর প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে গেছেন। মন্ত্রী জানান, দেশের মাঝে পর্যটনকে আরো আকর্ষনীয় করার লক্ষ্যে প্রতি বছর ৬টি পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজার স্টেডিয়াম নির্মিত হচ্ছে।

ব্যক্তিগত সফরে এসেছেন পর্যটনমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে ডেমোক্রাটিক পার্টির সদস্য (কংগ্রেসম্যান) এডাম শিফও শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

আ’লীগ নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় লসএঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল এনায়েত হোসেনও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

বেসরকারী বিমানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ ৩ বছর পর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কালোতালিকা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এরফলে নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। হযরত শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্টকে প্রথম শ্রেণিতে উন্নীত করার যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি প্রবাসীদের প্রতি একাত্তরের ঘাতকদের বিচার সুসম্পন্ন না হওয়া পর্যন্ত সোচ্চার থাকার আহবান জানান। তিনি বলেন, বিচার ব্যাহত হতে পারে এমন চলমান  ষড়যন্ত্র রুখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ