1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

যুদ্ধাপরাধীদের বিচারে সাক্ষীদের বিষয়েও তদন্ত করতে হবে: আমু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ৯৮ Time View

আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, রাজাকার আলবদররাই এখন যুদ্ধাপরাধীদের পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসছে। যারা সাক্ষী দিতে আসবে তাদের ব্যাপারে তদন্ত করতে হবে।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ‘গণতন্ত্র নিরাপত্তা করতে সাম্প্রদায়িক জঙ্গিবাদের অবসান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে ঐক্যবদ্ধ ছিলাম বলেই স্বাধীনতার জয় ছিনিয়ে আনতে পেরেছিলাম। এখন ঐক্যবদ্ধ থাকলে এ বিচার সম্পূণ করা কঠিন কোনো কাজ নয়।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবিদাররা কী এখন ঐক্যবদ্ধ, তারাতো খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনার সমালোচনা বেশি করেন। এতে কার হাত শক্তিশালী হচ্ছে, কার পক্ষে যাচ্ছে তা লক্ষ্য রেখে কথা বার্তা, সমালোচনা করার আহবান জানান তিনি।

আমু আরো বলেন, এ বিচারের নিয়ে আমরা যে ভাবে কথা বলি, বক্তৃতা করি কিন্তু তাদের যড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ না।

তিনি বলেন, বিএনপির জন্মই সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদের নিয়েই দল গঠন করেছিল। আর এখন খালেদা জিয়া তাদের মন্ত্রী বানিয়েছেন। সাম্প্রদায়িক শক্তি গণতন্ত্র বিরোধীদের একটি অস্ত্র হিসেবে ব্যবহ্নত হচ্ছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, জাসদের কার্যকরী সদস্য মঈন উদ্দিন খান বাদল, সভাপতিম-লীর সদস্য শিরীন আখতার, পঙ্কজ ভট্ট্রচার্য, হায়দার আকবর খান রনো প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ