1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

জাল নোট : অর্ধশতাধিক কারিগরের সন্ধানে গোয়েন্দারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১২
  • ৮৭ Time View

জাল টাকা তৈরীর অর্ধশতাধিক কারিগরের খোঁজে  নেমেছেন গোয়েন্দারা। শুক্রবার কোটি টাকা জাল নোট আটকের পর কারিগর সেলিমকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কারিগরদের সম্পর্কে জানতে পারে গোয়েন্দারা।

আর এই কারিগরকে ধরতে ডিবি পুলিশের শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। ডিবি পুলিশের (পশ্চিম জোন) পরিদর্শক ও এ অভিযানে নামা কর্মকর্তা আজহারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজহারুল ইসলাম বলেন, শুক্রবার আটককৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর শুরু হয় জিজ্ঞাসবাদ।

ওসি আজহারুল ইসলাম জানান, রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরীর কারিগর সেলিম ডিবিকে জানায়, তার মত আরো দক্ষ জাল টাকা তৈরীর প্রায় ৫০ জনের মত কারিগর রাজধানী ও তার আশেপাশে রয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে তার সখ্যতাও রয়েছে। এদের ব্যাপারেসে ডিবির কাছে তথ্য দেয় ।

আজহারুল ইসলাম আরো জানান, সেলিম যার কাছ থেকে জাল টাকা তৈরীর তালিম নিয়েছে সেই রফিককেও ধরতে তারা অভিযান শুরু করেছেন।

তিনি জানান, সেলিমসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারের আগে ঈদে তারা জাল টাকা ছেড়েছে কি না বা ছেড়ে থাকলে সেটির পরিমাণ কত সেটি জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওই জাল টাকা কোন এলাকায় বেশি যেত সেগুলো কারা বাজারজাত করতো সে ব্যাপারেও অনুসন্ধান চলছে।

উল্লেখ্য, রাজধানীর মুগদা, মতিঝিল এবং মিরপুর এলাকায় জাল টাকার কারিগর সেলিমসহ ৬ জনকে আটক করে ডিবি পুলিশ। এদের কাছ থেকে ১ কোটি টাকার জালনোটসহ টাকা তৈরীর বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাদের বাদী হয়ে মুগদা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় মামলা দায়ের করেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ