1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১২
  • ৭৯ Time View

দফতরবিহীন মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না। কারণ, পদ্মাসেতু জাতীয় ইস্যু। এ নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটির সঙ্গে আমাদের দেশের মান সম্মানও জড়িত।’’

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রির্পোটার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত ‘উন্নয়নের পথে মহাজোট সরকারের এগিয়ে চলা’ শীর্ষক আলোচনা সভা এবং ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমূদ্র বিজয়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুরঞ্জিত বলেন, ‘‘জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়ন জড়িত।’’
তিনি আরো বলেন, ‘‘পদ্মাসেতুর মেঘ কেটে গেছে। পদ্মাসেতু নিয়ে যা কিছু করা হচ্ছে, তা জাতীয় এবং দেশের স্বার্থে করা হচ্ছে। এর জন্য আমাদের বিশ্বব্যাংকে গেলেও দোষ, না গেলেও দোষ।’’

‘‘তাই বিরোধীদলকে বলি, নেতিবাচক রাজনীতি না করে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করুন।’’

তিনি আরো বলেন, ‘‘দেশে যেভাবে বাম্পার ফলন হয়েছে, এতো খাদ্য রাখব কোথায়? আমাদের মতো বিশ্বের কোথাও এতো খাদ্য নিরাপত্তা নেই।’’

‘‘আজ আলু রাখার জায়গা নাই, ভুট্টা রাখার জায়গা নাই। খাদ্যের জন্য আজ মিয়ানমার, চীন ও ভারতেও যেতে হয় না।’’

তিনি আরো বলেন, ‘‘মহাজোটের উন্নয়ন ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। এজন্য জনগণ আবারও মহাজোট সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে।’’

তিনি আরো বলেন, রেলপথের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

‘‘আগামী বছর আমাদের প্রবৃদ্ধির হার ৭ শতাংশে কোটায় পৌঁছাবে, যেখানে চীন ১২ থেকে ৯ এবং ভারত ৬.৫ শতাংশে নেমে এসেছে’’ বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।

তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার তাড়াতাড়ি শেষ করার জন্য প্রয়োজনে আরো ট্রাইব্যুনাল গঠন ও লজিস্টিক সার্পোট বাড়ানো হবে। অযথা বিএনপি-জামায়াত জোট এ বিচার বিলম্ব করার জন্য গোলাম আযমের পক্ষে ১৫ হাজার সাক্ষী হাজিরের কথা বলছে।

এ বিচার বিলম্ব করাও অপরাধের সামিল বলে মন্তব্য করেন সুরঞ্জিত।

প্রধান বক্তার বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপানারা আমাদের গঠনমূলক সমালোচনা করুন। পাশাপাশি আমাদের উন্নয়নের কথা তুলে ধরুন।’’

তিনি আরো বলেন, ‘‘আপনারা সত্য কথা সবার সামনে তুলে ধরুন। আপনারা যখন লোডশেডিং হবে, তখন সমালোচনা করবেন। আর এখন এ অবস্থা নাই দেশবাসীকে বলবেন না, এ্টা হয় না। এর আগে আপনারা জনগণের ভোগান্তির কথা বলেছেন। এখন উন্নয়নের কথা বললে দোষের কি?’’

রমজানে আজ কোথাও সিন্ডিকেট নাই বলেও দাবি করেন কামরুল ইসলাম।

সংগঠনের সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দীন আহমেদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ