1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে সরকার দীর্ঘ ও স্বল্প মেয়াদী পদক্ষেপ নিচ্ছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ৮১ Time View

দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নতি হওয়ায় দেশে বিদ্যুতের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে সরকারের দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদী পদক্ষেপগুলোর কথাও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বহুজাতিক কোম্পানি এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন। এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান জালাল আল ঘানীর নেতৃত্বে প্রতিনিধিদলটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সৌর বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেন, পরিবেশ রক্ষায় সৌর ও বাযু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের কোন বিকল্প নেই। এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান গনি বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তার কোম্পানী বাংলাদেশে জ্বালানী উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি বিগত সাড়ে ৩ বছরে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিদ্যুৎ খাতে সরকারের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে বিদ্যুত উৎপাদন বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে বর্তমানে দেশে রেকর্ড পরিমাণ ৬ হাজার ১০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলে হরিপুর ও মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও এ জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেয়া হয়। সে সময় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলশ্রতিতে বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩শ মেগাওয়াটে উন্নীত হয়েছিল। পরবর্তী বিএনপি-জামায়াত জোটের শাসনামলে এই উৎপাদন ৩ হাজার ২শ মেগাওয়াটে নেমে আসে উল্লেখ করে তিনি বলেন, জোট সরকার জাতীয় গ্রীডে এক মেগাওয়াট বিদ্যুৎও যোগ করতে পারেনি। শেখ হাসিনা বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ