1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলো সিরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১২
  • ৬০ Time View

‘বিদেশী আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে অপ্রচলিত সমরাস্ত্র (রাসায়নিক ও জীবাণু অস্ত্র) ব্যবহারের হুমকি দিয়েছে সিরিয়া। তবে কোনো অবস্থাতেই এসব রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিজ দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীনরা।

বিদ্রোহীদের দমনে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনরা প্রয়োজনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন সম্ভাবনা জোরদার হওয়ার প্রেক্ষিতে সিরীয় সরকারের তরফে সোমবার এ ঘোষণা দেওয়া হলো।

সোমবার এক সংবাদসম্মেলনে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি বলেন, ‘বর্তমানে সিরিয়া ‘আত্মরক্ষা করছে’।তবে কোনো অবস্থাতেই সিরিয়ার জনগণ এবং এমনকি বিদ্রোহীদের ওপরও এসব অস্ত্র ব্যবহার হবে না বলেও দাবি করেন তিনি।

জিহাদ মাকদিসি বলেন, ‘সিরিয়ান আরব রিপাবলিক কোনো অবস্থাতেই তার জনগণের বিরুদ্ধে এসব অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে না, সংঘাতের ফলাফল যাই হোক না কেন।’

উল্লেখ্য, সিরিয়া কখনই তার রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে প্রকাশ্যে কথা বলেনি। যদিও পশ্চিমাদের বিশ্বাস দেশটির কাছে জীবাণু ও রাসায়নিক অস্ত্রের বিপুল পরিমান মজুত আছে।

এদিকে বাশার আল আসাদ সরকারের জীবাণু অস্ত্র ব্যবহারের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়ার সরকার বিরোধী পক্ষ।

তবে মাকদিসির বিবৃতির কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাশার বিরোধী আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিরীয় কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের মত ভুল করলে বাশার আল আসাদকেই তার দায়িত্ব নিতে হবে।’

পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, ‘তাদের ( সিরীয় কর্তৃপক্ষ) এক বিন্দু রাসায়নিক অস্ত্র ব্যবহার করার চিন্তাও করা উচিৎ নয়।’

এদিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তার প্রতিক্রিয়ায় সিরিয়ার জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকিকে ‘পৈশাচিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।

২৭ জাতি নিয়ে গঠিত ইইউ ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় যে কোনো ধরণের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন মারাত্মকভাবে উদ্বিগ্ন।

রাজধানী দামেস্ক ও দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোসহ বর্তমানে সারা সিরিয়াজুড়ে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত সরকারি বাহিনী। গত বছরের মার্চ মাসে শুরু হওয়া সংঘাতে উভয় পক্ষে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ