আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কাপাসিয়ার উপ-নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত হঠকারীতাপূর্ণ এবং অগণতান্ত্রিক।
যারা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ভুল সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বিএনপির মঙ্গল চান না। তারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান না।
বিএনপিকে এই আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে উপ-নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার বেলা ১২টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশ্বব্যাংক পদ্মাসেতু ঋণ চুক্তির বিষয়টি পুন:বিবেচনা করবে বলে আমি আশা করি এবং সেই সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের বিরোধ থাকতে পারে। কিন্তু দেশের ১৬ কোটি মানুষের দিকে তাকিয়ে বিশ্বব্যাংক আমাদের পাশে থাকবে।