1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

ব্রিটেনের নিউজ ইন্টারন্যাশনাল থেকে পদত্যাগ করলেন মারডক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ৭২ Time View

বিশ্বের বৃহত্তম গণমাধ্যম প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের মালিক মিডিয়া মুঘল রুপার্ট মারডক ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে তার কোম্পানির একাধিক সহযোগী বোর্ড থেকে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র গত শনিবার এ খবর নিশ্চিত করেছেন।

নিউজ করপোরেশনকে প্রকাশনা এবং বিনোদন ও টিভি এই দু’গ্রুপে ভাগ করার সিদ্ধান্ত গত জুনে জানানোর পর গত শনিবার মারডকের পক্ষ থেকে এ ঘোষণা এল।

নিউজ করপোরেশনের ব্রিটিশ শাখা নিউজ ইন্টারন্যাশনালের (এনআই) পক্ষে মুখপাত্র ডেইজি ডানলোপ জানান, মারডক এনআই গ্রুপ, ব্রিটেনে টাইমস নিউজপেপার হোল্ডিংস এবং নিউজ করপোরেশন ইনভেস্টমেন্টের পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

মারডকের এ পদত্যাগের ঘোষণাকে অনেকে ব্রিটেনের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর ব্যবস্থাপনাতে একনায়কতন্ত্রের সমাপ্তি বলে মনে করছেন।

অবশ্য নিউজ ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানি ভাগ করার আগে এটা এক ধরনের করপোরেট হাউজক্লিনিংয়ের অধিক কিছু নয়।

তবে যুক্তরাষ্ট্রের কোন কোন পত্রিকার বোর্ড থেকে মারডক পদত্যাগ করেছেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

নিউজ করপোরেশনের ব্রিটেন শাখার প্রধান টম মকরিজ ব্রিটেনের কয়েকটি গণমাধ্যম বোর্ড থেকে মারডকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিডিয়া মুঘল মারডক কোম্পানির স্বার্থেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভারতে এক ডজনেরও বেশি বোর্ড থেকে পদত্যাগ করেছেন।”

প্রতিষ্ঠান দুই ভাগ করে নতুন দু’টি শাখা গঠনের আগে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মারডক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তবে মূল কোম্পানি নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেব তিনি তার দায়িত্ব পালন করে যাবেন বলে মকরিজ জানান।

প্রসঙ্গত, গত বছর ব্রিটেনে ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জেরে জনপ্রিয় টেবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়ার পর অনেকে ভেবেছিলেন মারডক ব্রিটেনে তার পত্রিকাগুলো বিক্রি করে দেবেন। ওই পত্রিকাটি নিঃসন্দেহে মারডকের অন্য পত্রিকাগুলোর মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে এমন ধারণা স্বাভাবিক ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ