1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে ঠিক হবে পুঁজিবাজার: মুহিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ৬৩ Time View

ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজার ঠিক হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, “আমাদের শেয়ার বাজারের বর্তমান অবস্থা দুঃখজনক। আমরা চেষ্টা করছি। চেষ্টা অব্যাহত আছে। নানাভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে মার্কেট ঠিক হয়ে যাবে।”

বাজার স্বাভাবিক করতে সরকারের ডিমিউচ্যুয়ালাইজেশনের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন আবুল মাল আবদুল মুহিত।

এ বিষয়ে তিনি বলেন, “আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা করা সম্ভব হবে। আর তখন বাজার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশা করছি।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, রোববার ডিএসই’র সাধারণ সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। কয়েক দিন আগে ডিএসই’র সূচক প্রায় সাড়ে তিন হাজার পয়েন্টে নেমে এসেছিল।

সর্বশেষ রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ২০১১ সালের পাঁচ কোটি টাকা লভ্যাংশের চেক গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডিবিএল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিএসবি (বাংলাদেশ শিল্প ব্যাংক) ও বিএসআরএস (বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা) একীভূত করে বিডিবিএল করা হয়।

“বিডিবিএল পাঁচ কোটি টাকার চেক দিয়েছে। টাকার অংকে এটা কম হলেও আমার ভালোই লাগছে। কেননা সরকারি প্রতিষ্ঠান লাভের মুখ খুব কমই দেখে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ