1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

প্লিজ কাইন্ডলি ফরগেট পেপার : জি এম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ৭৩ Time View

`প্লিজ কাইন্ডলি ফরগেট পেপার (দয়া করে কাগজের কথা ভুলে যান)। কারণ কাগজ নানা সমস্যার সৃষ্টি করে। এখন তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই একটি কাগজে তথ্য প্রিন্ট কারলে কিছু সময়ের মধ্যে তা উপযোগিতা হারাচ্ছে। এছাড়া বিশ্বের উন্নত দেশগুলোতে সকল কাজ- কাগজহীনভাবে সম্পাদিত হয়।`

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত Ôওয়াল্ড ট্রেড ডিরেক্টরির: বাংলাদেশÕ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

Ôওয়াল্ড ট্রেড ডিরেক্টরির : বাংলাদেশÕ এ তথ্য কোষটি প্রস্তুত করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)। এতে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ১৬১টি দেশের বাণিজ্য সম্পর্কের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা সিডি অথবা বই আকারে তথ্যকোষটির বিপণনে আহ্বান জানালে তার জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বই প্রিন্ট হতে সময়ের ব্যাপার। অনেক সময় ছয় মাস সময় লেগে যেতে পারে। এ সময়ের মধ্যে অনেক তথ্য উপযোগিতা হারাতে পারে।

সেসব তথ্য ব্যবহারে উপকারের পরিবর্তে ক্ষতির আশঙ্কা  রয়েছে। তাই এটি ওয়েবসাইটভিত্তিক থাকলে তা খুব সহজেই হালনাগাদ করা সম্ভব হবে। তাই আপনাদের উচিৎ হবে অনলাইনে তথ্য সংগ্রহে নিজেদের সক্ষম করে তোলা।

আর ট্রেড ডিরেক্টরির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের তথ্যকোষ ব্যবসায়ীদের অনেক সহায়তা করবে। একটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এটিকে ব্যবহার উপযোগী রাখার জন্য সব সময় হালনাগাদ রাখতে হবে। কারণ এ তথ্যকোষের সকল তথ্যই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।

Ôট্রেড ডিরেক্টরির : বাংলাদেশÕ তৈরী করার জন্য বাংলাদেশ ট্যারিফ কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, সরকারের প্রতিষ্ঠান হওয়া সত্যেও ট্যারিফ কমিশনের কাজের মাধ্যমে ব্যবসায়ীরা ব্যাপকভাবে লাভবান হবেন।

তিনি বলেন, বিশ্বায়নের বর্তমান যুগ তথ্য প্রযুক্তিনির্ভর।  এ সময় যে যত বেশি তথ্যসমৃদ্ধ হবে সে তত বেশি লাভবান হবে। আর বিশেষভাবে ব্যবসায়ের বিকাশের জন্য তথ্যের কোনো বিকল্প নেই। তাই আমি বিশ্বাস করি Ôট্রেড ডিরেক্টরির : বাংলাদেশÕ ব্যবসায়ীদের বাজার বিশ্লেষণ ও উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় বিটিসির চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান বলেন, ১ হাজার ২০০ পৃষ্ঠার এ তথ্যকোষটি ট্যারিফ কমিশনের ওয়েবসাইট  www.bdtariffcom.org-  এ পাওয়া যাবে। আশা করি এসব তথ্যের মাধ্যমে ব্যবসয়ীরা উপকৃত হবেন। তবে এটিকে ব্যবহার উপযোগী রাখার জন্য নিয়মিত হালনাগাদ করতে হবে।

এ সময় ওয়াল্ড Ôট্রেড ডিরেক্টরির: বাংলাদেশ, কানেকটিং দ্য ওয়াল্ডÕ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন বিটিসি সদস্য ড. মোস্তফা আবিদ খান। আরো বক্তৃতা করেন বাণিজ্য সচিব মোঃ গোলাম হোসেন, বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ