1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

বোমা হামলায় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ৬৭ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ রাজা নিহত হয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি ভবনে এ হামলায় আহত হয়েছেন আরো কয়েক জন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা। ওই ভবনে মন্ত্রিসভার সদস্য এবং নিরাপত্তা কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

এদিকে সিরিয়ার আল মানার টেলিভিশন জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইবরাহীম আল শার, প্রেসিডেন্ট বাশার আল আসাদের শ্যালক আসেফ শওকত এবং ন্যাশনাল সিকিউরিটি অফিসের প্রধান হিশাম বখতিয়ারও এ হামলায় নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় টিভি আরো জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়া শীর্ষস্থানীয় আরো কয়েকজন কর্মকর্তা বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের রাজধানীর আল শামি হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি। সিরিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ হওয়ার কারণে ঘটনার বিস্তারিত জানা যাচ্ছে না।

এদিকে এ হামলার জন্য অনেকে প্রেসিডেন্ট আসাদের একজন দেহরক্ষীকে সন্দেহ করছে।

উল্লেখ্য, গত বছরের মার্চে সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর বুধবারের হামলা সরকারের বিরুদ্ধে বিরোধীদের সবচেয়ে বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া ১৬ মাস ধরে চলা সহিংসতায় জেনারেল রাজা (৬৫) একমাত্র শীর্ষস্থানীয় কর্মকর্তা যিনি বিদ্রোহীদের আক্রমণে প্রাণ হারালেন।

সাবেক আর্মি জেনারেল রাজা আসাদ সরকারের শীর্ষস্থানীয় একমাত্র খ্রিস্টান কর্মকর্তা। গত বছর তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আসাদ।

এদিকে দু’টি গ্রুপ এ হামলার ‘সাফল্য’ দাবি করেছে।

লিওয়া আল ইসলাম নামে একটি গ্রুপ তাদের ফেসবুক পাতায় বিবৃতিতে জানিয়েছে, তারা রাজধানীতে তথাকথিত সঙ্কট নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করেই হামলা করেছিল। গ্রুপটির একজন মুখপাত্র এ দাবির কথা টেলিফোনে আল জাজিরাকে নিশ্চিত করেছেন।

অপরদিকে ফ্রি সিরিয়ান আর্মিও এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের মুখাপাত্র কাসিম সাদেদাইন বলেছেন, “আমরা বলছি, সিরিয়া আগ্নেয়গিরি হবে। আমরা মাত্র শুরু করেছি।”

রাজধানী দামেস্কে সরকারি বাহিনী এবং ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে সংঘর্ষ শুরুর ঠিক চার দিনের মাথায় এ হামলার ঘটনা ঘটল।

সিরিয়াতে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার রাজধানী দামেস্কের বাইরে ব্যাপক গোলাগুলির আওয়াজ শুনা গেছে বলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

এদিন মধ্যাঞ্চলীয় জেলা শহর আল মিদানেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দামেস্কে ন্যাশনাল সিকিউরিটি বিল্ডিংয়ে হামলার পর পুরো এলাকায় পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্রোহীরা জানিয়েছেন, দামেস্কে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনা বাহিনী এবং ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে লড়াইয়ে গত ৪৮ ঘণ্টায় ৬০ জনেরও বেশি সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ খবর নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ