1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সরকারি ওষুধ ক্লিনিকে পাওয়া গেলে গর্দান কেটে ফেলবো: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১২
  • ৬৬ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, ‘আমার কাছে অভিযোগ এসেছে সরকারি হাসপাতালের ওষুধ ক্লিনিকে বিক্রি করা হচ্ছে। সরকারি হাসপাতালের ওষুধ ক্লিনিকে পাওয়া গেলে গর্দান কেটে ফেলবো।’

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে ক্লিনিক মালিক ও হাসপাতালের অসাধু চক্রকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

ডাক্তারদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি গ্রামে থাকতে না পারেন, তাহলে চাকরি ছেড়ে দিন। ভালো কাজ করলে পুরস্কার আর খারাপ কাজ করলে তিরস্কার পাবেন। গ্রামে বসে সেবা করতে না পারলে সরকারি কোষাগারের অর্থ ভোগ করার কোনো অধিকার আপনাদের নেই।’

মন্ত্রী বলেন ‘আমি দেশের প্রতিটি হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) দেখতে চাই। এজন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, তা করা হবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে অত্যাধুনিক সেবার জন্য শিগগিরই মৌলিক সরঞ্জামাদি সরবরাহ করা হবে।’

এসময় মন্ত্রী সবার দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের নামে নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী সময়মতো হাসপাতালে দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

রামেক সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠাণ্ডু।

বক্তব্য দেন, বিএমএ রাজশাহী শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রামেকের উপাধ্যক্ষ ডা. দায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক ড. খলিলুর রহমান, ডা. এস আর তরফদার, ডা. বি কে দাম, ডা. রহিছ উদ্দিন, ড. হাসিনা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী দুপুর দেড়টায় সদর হাসপাতালের পাশে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত রাজশাহী ডেন্টাল কলেজ ইউনিটের উদ্বোধন করেন।

পরে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় পরিদর্শনকাল জরুরি ওষুধ স্টোরে এসি না থাকায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন ডা. শহীদুল ইসলামকে তিনি নির্দেশ দেন। এছাড়া কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির ব্যাপারে খোঁজখবর নেন।

দুপুর ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৫২ শয্যা বিশিষ্ট বর্ধিত ভবন এবং ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেন। বিকেল পৌনে ৪টায় তিনি রামেক কাইছার রহমান মেমোরিয়াল অডিটরিয়ামে বিএমএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ