1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

গণপদত্যাগ থেকে সরে আসতে পারে বুয়েট শিক্ষক সমিতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১২
  • ৭৫ Time View

মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ জানালে আলোচনা করবেন বলে জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম।

আগামী রোববারের মধ্যে উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করা না হলে নিজেরাই পদত্যাগের যে ঘোষণা দিয়েছেন সেখান থেকেও সরে আসতে পারেন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, মন্ত্রণালয় যদি আমাদের আহ্বান
করেন, তবে ভেবে দেখব। মন্ত্রণালয় থেকে গণপদত্যাগের কর্মসূচি থেকে সরে আসার
আহ্বান জানালে সাড়া দেওয়ার ব্যাপারটি শিক্ষক সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া
হবে বলেও জানান তিনি।

আগামীকাল বুধবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান শিক্ষক
সমিতি আবারও ব্যাখা করবে বলে জানান আশরাফুল।

মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী
শিক্ষকদের আল্টিমেটামের কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ ব্যাপারে আশরাফুল বলেন, আমরা সরকারকে কোন ধরনের হুমকি দেইনি। হয়তো
মন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

আমরা সরকারের যে কোন পদক্ষেপকে মেনে নেব। সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে
যেতে আমাদের সমস্যা নেই। আমরা শুধু বলেছি উপাচার্য বা উপ-উপাচার্যের সঙ্গে কোন কথা হবে না।

মন্ত্রনালয়ে বৈঠক শেষ করে এতো দ্রুত এ স্বিদ্ধান্ত নেওয়া ও সরকারকে ভরসা
করতে না পারার কারণ জানতে চাইলে তিনি বলেন, সোমবার শিক্ষক সমিতির জরুরি
সাধারণ সভায় ২৫০ এর উপর শিক্ষক উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলেই এ
সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ