1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

ভারতে বিনিয়োগ পরিবেশের অবনতি ঘটছে: ওবামা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১০৮ Time View

ভারত খুচরা বিক্রয় বাণিজ্যসহ আরো কয়েকটি খাতে বিদেশি বিনিয়োগে বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা আরোপ করায় এখানে বিনিয়োগ পরিবেশের দিন দিন অবনতি ঘটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ মুহূর্তে ভারতে আরেকটি সংস্কার উদ্যোগ দরকার বলে পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ওবামা। এ সময় তিনি ভারতসহ বিশ্ব অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেন, পাক-ভারত সম্পর্ক এবং এশিয়া-ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন কৌশল নিয়ে।

ভারতের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা অবশ্য অনেক আশাবাদী কথাও বলেছেন। তিনি বলেন, “ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার বেশ আকর্ষণীয়ভাবেই অব্যাহত আছে।” তবে কিছু ক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়া বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

ভারতে বিনিয়োগের পরিবেশ অবনতির দিকে যাচ্ছে এ মন্তব্য অবশ্য সরাসরি করেননি ওবামা। পরোক্ষভাবে মার্কিন ব্যবসায়ীদের উদ্বেগের উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, “আমেরিকান ব্যবসায়ী কমিউনিটির অনেকে ভারতে বিনিয়োগের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।”

“তারা আমাদের বলেছেন, ভারতে বিনিয়োগ করা এখনো বেশ কঠিন। খুচরা বিক্রয় বাণিজ্যসহ আরো কিছু সেক্টরে ভারত অনেক সীমাবদ্ধতা অথবা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেখানে উভয় দেশে কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন এবং ভারতের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে এটা করা দরকার।”

তবে ভারতের অর্থনীতিতে নানা সমস্যার কোনো সমাধানমূলক পরামর্শ দিতে রাজি হননি প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, “ভারত বা অন্য কোনো দেশে তাদের অর্থনীতির ভবিষ্যৎ মানচিত্র কীভাবে তৈরি করবে সে ব্যাপারে কথা বলার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। এ ব্যাপারে ভারতীয়দেরই সিদ্ধান্ত নিতে হবে।”

বর্তমান বিশ্বে ভারতকে আরো বড় প্রতিযোগী অর্থনীতি হিসেবে গড়ে তুলতে আরেকবার অর্থনৈতিক সংস্কার প্রয়োজন এ ব্যাপারে দেশে একটি ঐকমত্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ভারতীয় অর্থনীতি পুনর্গঠনের পথিকৃৎ বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বন্ধু উল্লেখ করে ওবামা বলেন, “তার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি।” একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ভারতীয় নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ