1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

হামার গণহত্যাস্থলে পৌঁছার চেষ্টা করছে জাতিসংঘ পর্যবেক্ষক দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ৭৮ Time View

সিরিয়ার ত্রেমসেহ গ্রামে সংঘটিত গণহত্যাস্থল পরিদর্শনের জন্য শনিবার রাজধানী দামেস্ক থেকে হামার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা। দুইদিন আগে হামা প্রদেশের এ গ্রামটিতে সিরীয় বাহিনী এবং সরকার সমর্থক মিলিশিয়ারা ট্যাংক, হেলিকপ্টার ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় গণহত্যা চালিয়ে শতাধিক বেসামরিক মানুষকে তারা হত্যা করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী বিভিন্ন পক্ষ। গণহত্যার সময় অনেক পরিবারের সবকজন সদস্যকেই হত্যা করা হয় বলেও এ সময় দাবি করে সরকার বিরোধীরা।

এ পরিস্থিতিতে গণহত্যাস্থল পরিদর্শনের লক্ষে সিরিয়ায় মোতায়েন অবসার্ভারস ফ্রম দি ইউনাইটেড নেশনস সুপারভিশন মিশন ইন সিরিয়ার( ইউএনএসএমআইএস) পর্যবেক্ষকরা হামার উদ্দেশ্যে শনিবার রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে পর্যবেক্ষকরা তাদের যানবাহনগুলোতে প্রয়োজনীয় মালামাল ও সরঞ্জাম বোঝাই করছেন।

সিরিয়ায় মোতায়েন জাতিসংঘ মিশনের প্রধান জেনারেল রবার্ট মুড সাংবাদিকদের বলেন, গ্রামটিতে সরকারি বাহিনীর ভারী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে। তবে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত পরিস্থিতি যাচাই করার লক্ষ্যে ওই অঞ্চলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বর্তমানে একটি যুদ্ধবিরতির চেষ্টা করছেন তারা।

এর আগে ‘ইউএনএসএমআইএস’ জানায়, তাদের একটি নিরস্ত্র পর্যবেক্ষক দল বৃহস্পতিবার ত্রেমসেহের ছয় কিলোমিটারের মধ্যে পৌঁছায়। তবে সামরিক অভিযান চলার অজুহাত দেখিয়ে তাদের সেখানে পৌঁছাতে বাধা দেয় সিরীয় বাহিনী।

সরকার বিরোধী বিভিন্ন সূত্র জানায়, ট্যাংক এবং হেলিকপ্টার নিয়ে গ্রামটিতে সিরীয় সামরিক বাহিনীর পাশাপাশি সরকার সমর্থক মিলিশিয়ারাও হামলা চালায়।

তবে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে সিরিয়া বলছে, ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ সংঘাতের সময় ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয় বৃহস্পতিবার।

তবে ঘটনাস্থলে আন্তর্জাতিক গণমাধ্যমকে যেতে না দেওয়ায় সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।

এদিকে সর্বশেষ গণহত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ