1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

গ্রামীণফোনের ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ৭৯ Time View

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোনের শেয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছে। এদিন গ্রামীণ ফোন কোম্পানির মোট লেনদেন হয় ১০ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯০০ টাকার শেয়ার।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন গ্রামীণফোনের শেয়ার সর্বোচ্চ ২০০ দশমিক ৯ টাকায় এবং সর্বনিম্ন ১৯৪ দশমিক ৬ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ১৯৪ দশমিক ৬ টাকায় লেনদেন হয়েছিল।

ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

এছাড়া গ্রামীণফোনের বাজার মুলধন ২৬ হাজার ২৭৬ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, অনুমোদিত মুলধন ৪ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ, গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ সমাপ্ত শেয়ারহোল্ডারদের জন্য আরও ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ২০১১ সালের ১৯ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে দু’দফায় শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০০৯  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে-  গ্রামীণফোন ১২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯০০ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল ৯ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা, যমুনা অয়েল ৭ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৭০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার ৪০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৬ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা, লাফার্জ সুরমা মিমেন্ট ৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৯০০ টাকা, ন্যাশনাল ব্যাংক ৫ কোটি ৮ লাখ ১৫ হাজার ৯০০ টাকা,  বেক্সিমকো লি. ৪ কোটি ১১ লাখ ১৫ হাজার ১০০ টাকা, আফতাব অটোমোবাইল ৪ কোটি ৮ লাখ ৭১ হাজার ৪০০ টাকা এবং কেয়া কসমেটিকস ৪ কোটি ৩ লাখ ৬ হাজার ৭০০ টাকা।

শেয়ার ভলিয়ম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ন্যাশনাল ব্যাংক ২১ লাখ ৩৭ হাজার ৮০০ ভলিয়ম, ইউনাইটেড এয়ার ১৫ লাখ ৭৫ হাজার ৯০০ ভলিয়ম, বাংলাদেশ সাবমেরিন কেবল ১৪ লাখ ৮৭ হাজার ৭০০ ভলিয়ম, লাফার্জ সুরমা সিমেন্ট ১৪ লাখ ৫৮ হাজার ৫০০ ভলিয়ম, আরএন স্পিনিং ১৪ লাখ ১ হাজার ৫০০ ভলিয়ম, মার্কেন্টাইল ব্যাংক ১৩ লাখ ৭১ হাজার ৫০০ ভলিয়ম, কেয়া কসমেটিকস ১২ লাখ ৩৬ লাখ ভলিয়ম, ইউসিবিএল ১২ লাখ ৩১ হাজার ৩৫০ ভলিয়ম, জিবিবি পাওয়ার ১০ লাখ ৮৪ হাজার ৪০০ ভলিয়ম এবং লংকা বাংলা ফিন্যান্স ৯ লাখ ৮৩ হাজার ভলিয়ম শেয়ার বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ