1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

কারাগার থেকে হাসপাতালে ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ১০৮ Time View

যুগোস্লাভিয়ার গৃহযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে বিচারের সম্মুখীন সাবেক বসনীয় সার্ব সেনা কমান্ডার রাতকো ম্লাদিচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসনিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য নেদারল্যান্ডের হেগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে তার বিচার চলছে।

হঠাৎ করে অসুস্থ বোধ করলে ৭০ বছর বয়সী ম্লাদিচকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গৃহযুদ্ধের সময় বসনিয়ার মুসলিম জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী অপরাধ সংঘটনে তিনি নেতৃত্ব দেন বলে অভিযোগ করা হয়। বসনিয়ার কসাই নামে পরিচিত এই যুদ্ধবাজ নেতা বর্তমানে ১১ টি পৃথক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন।

৯০ দশকের গোড়ার দিকে সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে যাওয়ার সময় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় সংঘটিত গৃহযুদ্ধে ব্যাপক মানবতাবিরোধী অপকর্ম সংঘটন করে বসনীয় সার্ব বাহিনী। জেনারেল ম্লাদিচ ছিলেন ওই বাহিনীর কমান্ডার।

এদিকে ম্লাদিচের হঠাৎ অসুস্থতা এবং তাকে হাসপাতালে ভর্তি করা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন মুখপাত্র জানান, শারীরিক অবস্থার অবনতি সাপেক্ষে পূর্ব সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বুকে ব্যথা ব্যথা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওই মুখপাত্র।

আদালতে বর্তমানে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি চলছে। তিনি সুস্থ হয়ে উঠলে আগামী শুক্রবারের নির্ধারিত শুনানিও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

এদিকে ম্লাদিচের শারীরিক অবস্থা বিচারিক কার্যক্রমকে বিঘিœত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ম্লাদিচের শারীরিক অবস্থা বিবেচনা করে বিচার সংক্ষিপ্ত করার জন্য তার বিরুদ্ধে আনীত অভিযোগের সংখ্যাও কমিয়ে ফেলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আদালত তার মৃত্যুর পূর্বেই বিচার কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এর আগে গত মে মাসে আদালতে তার বিচার শুরু হলেও তদন্তে অনিয়মের অভিযোগে পরবর্তীতে তা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ