1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ফেসবুকে বাংলাদেশি নারীর ফাঁদে ভারতীয় সেনা কর্মকর্তা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ৯৭ Time View

সেনা বাহিনীর নিয়মবহির্ভূতভাবে ফেসবুকে এক বাংলাদেশি নারীর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য এক ভারতীয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এই নারীকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর চর বলে সন্দেহ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। কারণ গত বছর ঢাকায় এক ভারতীয় সেনা কর্মকর্তা এ নারীর ফাঁদে (হানি ট্র্যাপ) পড়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

বৃহস্পতিবার ভারতীয় অনলাইন দৈনিক এনডিটিভিতে সেনা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে অনলাইনটি বলেছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর ওই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সঞ্জয় শান্ডিলিয়া রাজস্থানের সুরাটগড়ে দায়িত্বরত আছেন। ফেসবুকে বাংলাদেশি নারীর সঙ্গে যোগাযোগ করার অভিযোগে তাকে তদন্ত আদালতের (কোর্ট অব ইনকোয়ারি) মুখোমুখি করা হচ্ছে।

সূত্র বলছে, ওই কর্নেল এক বাংলাদেশি নারীর সঙ্গে ফেসবুকে নিয়মিত যোগাযোগ এবং চ্যাট করছেন- ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে ওই সেনা কর্মকর্তা ওই নারীর সঙ্গে কখনো সশরীরে সাক্ষাত করেননি। তাদের সম্পর্ক শুধু অনলাইন পর্যন্তই সীমাবদ্ধ ছিল বলে জানায় সূত্র।

এনটিভি বলছে, তবে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুসারে, ওই কর্মকর্তা ফাঁদেই পড়েছিলেন এবং ওই নারীসহ তাকে গত মে মাসে একটি হোটেল থেকে আটক করা হয়। ওই নারীকে বিদেশি গোয়েন্দা সংস্থার চর বলে সন্দেহ করা হচ্ছে। তবে নিশ্চিত করে বলা হয়নি।

এই একই নারী যার নাম ‘শিবা’ বলে জানানো হয়েছে তিনি গত বছর বাংলাদেশে নিযুক্ত আরেক ভারতীয় লে. কর্নেলকে ফাঁদে ফেলেছিলেন এবং পরে আইএসআই তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ওই সেনা কর্মকর্তাকে পকিস্তানের হয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিল আইএসআই।

এ কর্মকর্তা ঢাকার তার স্টাফ কলেজ কোর্স সম্পন্ন করতে এসেছিলেন। ঢাকায় একটি হোটেলের এক পার্টিতে তিনি ওই নারীর ফাঁদে পড়েন বলে সেনা সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক মাসুদ মাহমুদ খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ