1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

দেশীয় অর্থ দিয়ে তিনটি পদ্মাসেতু নির্মাণ সম্ভব: আবুল বারকাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ৮২ Time View

‘‘বিশ্বব্যাংক পদ্মাসেতুর চুক্তি বাতিল করায় আমাদের জন্য আর্শীবাদ সৃষ্টি হয়েছে’’ মন্তব্য করে অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, ‘‘আমাদের দেশে যে অর্থ আছে, তা দিয়ে তিনটি পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব।’’

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিশ্বব্যাংকের পদ্মাসেতু চুক্তি বাতিলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবুল বারকাত বলেন, ‘‘আমরা এখন ’৭২ বা ’৭৩’র শাসনামলে নেই। আমরা আছি ২০১২ সালে। দেশে ২০ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে ৫ শতাংশ, বীমা কোম্পানিগুলো থেকে ১০/১৫ হাজার কোটি টাকা, অপ্রদর্শিত অর্থ থেকে ৫ শতাংশসহ বিভিন্ন উৎস থেকে ৯৬ হাজার কোটি টাকা সংগ্রহ করে তিনটি পদ্মাসতে নির্মাণ করা সম্ভব।’’

তিনি বলেন, ‘‘বিশ্বব্যাংক কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আইএমএফ এবং বিশ্বব্যাংকের টাকায় কেউ কখনো উন্নতি লাভ করতে পারেনি। তারা পদ্মাসেতুতে কোনো অর্থ না দিয়েই বলছে, দুর্নীতি হয়েছে। তাদের নিজেদের দুর্নীতি অনেক, সেটা খতিয়ে দেখবে কে? তারা নিজেদের পছন্দের পরামর্শক নিয়োগের কথা বলেছে, সেটাও অনৈতিক। বিশ্বব্যাংক আমাদের দেশের আর্থিক ও মুদ্রানীতিতে নাক গলায়। এসব কর্মকাণ্ডের জন্য তাদের ক্ষমা চাইতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের বুঝতে হবে বিশ্বব্যাংকের ‘গুরু’ ১৯৭১ সালে কোন পক্ষের সঙ্গে ছিল। আজকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে বলে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের উন্নতি অনেকের চোখের বালিতে পরিণত হয়েছে।’’

পদ্মাসেতু নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি, টেকনিক্যাল কমিটি গঠন করা হলে আগামী বছরের মাঝামাঝিতে পদ্মাসেতু নির্মাণ শুরু করা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জলিলুর রহমান প্রমুখ।

     

    Please Share This Post in Your Social Media

    More News Of This Category
    © ২০২৫ প্রিয়দেশ