1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

রাজশাহীতে ‘উন্মুক্ত বাজেট ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মিট দ্য প্রেস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ৭১ Time View

ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র উদ্যোগে রাজশাহী মহানগরীতে শনিবার দুপুর ২টার দিকে ‘ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)’র আর্থিক সহযোগিতায় সিটিজেন্স ভয়েস ফর ইম্প্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্পের আওতায় এমএমসি’র ট্রেনিং রুমে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এখন উন্মুক্ত বাজেটের চর্চা শুরু হয়েছে। তবে অনেক ক্ষেত্রে বাজেটের সঙ্গে ওয়ার্ড পরিকল্পনার সংযোগ থাকে না। বাজেট অধিবেশনে আগের বছরের বাজেটের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনটি উপস্থাপন করা হয় না। আবার বাজেটগুলো অনুদাননির্ভর হওয়ায় বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। বাজেট ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা গণমাধ্যম কর্মীরা এটা ফলোআপ করতে পারেন।”

এজন্য তিনি দেশের ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালের কথা উল্লেখ করে বলেন, “আগামীতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ তাদের তথ্য এ পোর্টালে দিয়ে দেবে এবং যে কেউ এখান থেকে তথ্য নিতে পারবেন।”

তিনি এ অনুষ্ঠানটি আরও বড় আকারে করার পরামর্শ দেন।

এতে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কলাম আজাদের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান আলী, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।

এমএমসি রাজশাহী অফিসের প্রকল্প ব্যাবস্থাপক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিআইপিএস প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাবিহা শবনম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ