1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

লিবিয়াতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ৭৬ Time View

দীর্ঘ চার দশক স্বৈরশাসনের অধীনে থাকার পর গণতান্ত্রিকভাবে একটি সংসদ নির্বাচন করতে যাচ্ছে লিবিয়ার জনগণ। শনিবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এ দিনটি লিবীয়দের জন্য এক ঐতিহাসিক দিন বলে অভিহিত করা হচ্ছে।

তবে ফেডারেলবাদীদের বয়কট এবং ভোট অনুষ্ঠান বানচাল করার হুমকির মুখে নির্বাচনে সহিংসতার আশঙ্কাও প্রবল ছিল। নির্বাচনী প্রচারণা চলাকালে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে। দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান নূরী আল আব্বার জানিয়েছেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে সংঘাতের জেরে শনিবার ১০১টি ভোট কেন্দ্র খোলা সম্ভব হয়নি। ৯৪ শতাংশ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়েছে। যেখানে সারা দেশে এক হাজার ৫শ ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ৪শ’ ৩৩টিতে ভোট গ্রহণ করা গেছে।

কিছু ভোট কেন্দ্র নিরাপত্তার কারণে খোলা সম্ভব হয়নি বলে জানান তিনি। ওইসব কেন্দ্রে নির্বাচনী রসদ পৌঁছতেই পারেনি।

তারপরও গাদ্দাফি পরবর্তী লিবিয়াতে কিছু বিদ্রোহী অস্ত্র ফেরত না দেওয়ায় এবং মতাদর্শগত দ্বন্দ্বের কারণে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে নির্বাচন নির্বিঘ্ন হবে এমনটা ভেবে কেউ নিশ্চিন্ত হতে পারছেন না।

নানা আশঙ্কার মধ্যেই শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলো খোলা হয়, ভোট গ্রহণ চলে রাত ৮টা পর্যন্ত।

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) সরকার জনগণকে তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ করে দিতে শনিবার নির্বাচনের দিন এবং রোববার জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে।

এদিকে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে নির্বাচনী রসদ বহনকারী হেলিকপ্টারে গুলি করার ঘটনা ঘটেছে। এতে নির্বাচনী উচ্চ কমিটির একজন সদস্য গুরুতর আহত হন বলে জানা গেছে। ওই হেলিকপ্টারে কমিটির রসদ সরবরাহকারী সদস্যরা ছিল।

পরে হেলিকপ্টারটি বেনিনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং আহতকে হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিটির লুই আল মাগারি।

শনিবারের ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলা সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।

নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, লিবিয়ার ২৮ লাখ নিবন্ধিত ভোটার শনিবার জেনারেল ন্যাশনাল কনফারেন্স (জিএনসি) বা পার্লামেন্টে ২০০ আসনের বিপরীতে প্রতিনিধি নির্বাচন করবেন। এ নির্বাচিত সংসদের গঠিত সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হবে।

লিবিয়াতে এখন প্রচণ্ড দাবদাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই অসহ্য গরমের মধ্যেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ