1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

ডিসিসি উত্তরের ১৯৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১২
  • ৮০ Time View

২০১২-২০১৩ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ ১হাজার ৯৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

ডিসেম্বর ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত ৫৮১ কোটি টাকার সংশোধিত বাজেট এর মধ্যে রয়েছে।

বৃহস্পতিবার সকালে বনানী কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে ২০১২-২০১৩ অর্থ বছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮২ দশমিক ৭৫ কোটি টাকা।

এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ ১৬ কোটি, বিজ্ঞাপন ফি বাবদ ১০ কোটি, বাস ও ট্রাক টার্মিনাল থেকে ৬ কোটি, পশুর হাট ইজারা বাবদ ১১ দশমিক ৫ কোটি, রাস্তা খনন ফি বাবদ ৪০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ২ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ৮০ কোটি, ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ, বিদ্যুৎ বিল আদায় খাত থেকে ৩ দশমিক ২৫ কোটি ও অন্যান্য আয়ের খাত থেকে ১ কোটি টাকা আয় আসবে।

ডিসিসি উত্তরের প্রশাসক মো. শাহজাহান আলী মোল্লা বলেন, ‘সরকারি ‍উন্নয়ন অনুদান(বিশেষ অনুদানসহ) ২০ কোটি টাকা পাওয়ার আশা করছি। সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রায় ৫০৩ কোটি টাকা পাওয়া যাবে।

এছাড়াও, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) প্রকল্প থেকে ৯৪০ কোটি টাকার প্রকল্প সাহায্য হিসাবে পাওয়ার আশা করছি।’

বাজেট ঘোষণার সময় ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবনে অপর অংশ ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বাজেট ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ডিসেম্বর মাসে ডিসিসি উত্তর যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ